চার মেরে ম্যাচ জেতালেন ঋষভ পন্ত। ২ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় পেল ভারতীয় ক্রিকেট দল।
- Home
- Sports
- Cricket
- Ind Vs NZ and Sourav Ganguly, Live Update-রুদ্ধশ্বাস ম্য়াচে ৫ উইকেটে জয় পেল রোহিত ব্রিগেড
Ind Vs NZ and Sourav Ganguly, Live Update-রুদ্ধশ্বাস ম্য়াচে ৫ উইকেটে জয় পেল রোহিত ব্রিগেড
বুধবার ভারত ও নিউজিল্যান্ডের (India vs New Zealand ) প্রথম টি২০ (T20)ম্য়াচ। জয়পুরে মুখোমুখি হবে রোহিত শর্মা (Rohit Sharma) ও টিম সাউদির (Tim Southee) দল। জয় দিয়ে সিরিজ শুরু করতে মরিয়া দুই দল। অপরদিকে বিসিসআই সভাপতি (BCCI Chairman) থাকার পাশাশি আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান (ICC Cricket Committee Chairman) হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
- FB
- TW
- Linkdin
৪ মেরে আউট শ্রেয়স আইয়র। ৪ বলে দরকার ৫ রান।
৫ রান করে আউট শ্রেয়স আইয়র। ১৯ ওভার শেষে ভারত ১৫৫ , ৪ উইকেটে। শেষ ওভারে দরকার ১০ রান।
শেষ ২ ওভারে এল ৭ রান। সূর্যকুমারের আউটের পর কমল রানের গতি। ওভারে দরকার ১৬ রান।
৪০ বলে ৬২ রান করে আউট হলেন সূর্যকুমার যাদব। বোল্টের বলে বোল্ড হলেন তিনি।
১৬ ওভারের খেলা শেষ। ভারত ১৪২ রানে ২ উইকেট। ভারতের জয়ের জন্য দরকার ২৪ বলে ২৩ রান।
১৫ ওভার শেষে ভারত ১২৭ রানে ২ উইকেট। ৩০ বলে দরকার ৩৮ রান।
৩৪ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করলেন সূর্যকুমার যাদব। ৬ মেরে পূরণ করেন হাফ সেঞ্চুরি।
ট্রেন্ট বোল্টের বলে ৪৮ রান করে আউট হলেন রোহিত শর্মা।
দুরন্ত পার্টনারশিপ রোহিত ও সূর্যকুমারের। ১৩ ওভার শেষে ভারত ১০৯ রানে ১ উইকেট ভারত।
পার্টনারশিপ গড়ছেন রোহিত ও সূর্যকুমার। ১০ ওভার শেষে ৮৫ রানে ১ উইকেট ভারত।
নবম ওভারের শেষ বলে ছক্কা মারলেন সূর্যকুুমার যাদব। ভারত ৯ ওভার শেষে ৭৯।
কেএল রাহুল আউট হওয়ার পর ইনিংসের রাশ ধরলেন সূর্যকুমার যাদব ও রোহিত শর্মা। ৮ ওভার শেষে ভারত ৬৭ রানে ১ উইকেট ভারত।
শেষ হল ভারতীয় দলের পাওয়ার প্লে। ১ উইকেটে ভারত ৫৬।
ষষ্ঠ ওভারের প্রথম বলে স্যান্টনারের বলে আউট হলেন কেএল রাহুল। ভারত ৫০ রানে ১ উইকেট।
বোল্টের পঞ্চম ওভারে ২টি চার ও ২টি ছয় মারলেন রোহিত শর্মা। ৫ ওভার শেষে ভারত বিনা উইকেটে ৫০।
টিম সাউদির তৃতীয় ওভারে বিধ্বংসী ব্য়াটিং রোহিতের।২টি চার ও একটি ছয় মারলেন তিনি। ৩ ওভার শেষে ২৪।
প্রথম ওভারে ৭ রান করল টিম ইন্ডিয়া। ওপেন করছেন রোহিত শর্মা ও কেএল রাহুল।
গাপটিল ও চাপম্যানের অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে ২০ওভারে ১৬৪ রান করল নিউজিল্যান্ড।
শেষ ওভারে সিরাজের বলে ৭ রান করে আউট হলেনরবীন্দ্র। নিউজিল্যান্ড ১৬২ রানে ৬ উইকেট।