10:42 PM (IST) Nov 17

রুদ্ধশ্বাস ম্যাচে জয় ভারতের

চার মেরে ম্যাচ জেতালেন ঋষভ পন্ত। ২ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় পেল ভারতীয় ক্রিকেট দল।

10:38 PM (IST) Nov 17

৪ মেরে আউট শ্রেয়স আইয়র

৪ মেরে আউট শ্রেয়স আইয়র। ৪ বলে দরকার ৫ রান।

10:34 PM (IST) Nov 17

আউট শ্রেয়স আইয়র

৫ রান করে আউট শ্রেয়স আইয়র। ১৯ ওভার শেষে ভারত ১৫৫ , ৪ উইকেটে। শেষ ওভারে দরকার ১০ রান।

10:28 PM (IST) Nov 17

চাপ বাড়ছে ভারতের উপর

শেষ ২ ওভারে এল ৭ রান। সূর্যকুমারের আউটের পর কমল রানের গতি। ওভারে দরকার ১৬ রান।

10:22 PM (IST) Nov 17

আউট সূর্যকুমার

৪০ বলে ৬২ রান করে আউট হলেন সূর্যকুমার যাদব। বোল্টের বলে বোল্ড হলেন তিনি।

10:17 PM (IST) Nov 17

ঝোড়ো ব্য়াটিং সূর্ষ-পন্থের

১৬ ওভারের খেলা শেষ। ভারত ১৪২ রানে ২ উইকেট। ভারতের জয়ের জন্য দরকার ২৪ বলে ২৩ রান।

10:12 PM (IST) Nov 17

১৫ ওভার শেষে ১২৭ ভারত

১৫ ওভার শেষে ভারত ১২৭ রানে ২ উইকেট। ৩০ বলে দরকার ৩৮ রান।

10:09 PM (IST) Nov 17

অর্ধশতরান সূর্যকুমারের

৩৪ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করলেন সূর্যকুমার যাদব। ৬ মেরে পূরণ করেন হাফ সেঞ্চুরি।

10:05 PM (IST) Nov 17

আউট রোহিত শর্মা

ট্রেন্ট বোল্টের বলে ৪৮ রান করে আউট হলেন রোহিত শর্মা।

10:00 PM (IST) Nov 17

অর্ধশতরানের পার্টনারশিপ রোহিত-সূর্যকুমারের

দুরন্ত পার্টনারশিপ রোহিত ও সূর্যকুমারের। ১৩ ওভার শেষে ভারত ১০৯ রানে ১ উইকেট ভারত।

09:46 PM (IST) Nov 17

১০ ওভার শেষে ভারত ৮৫

পার্টনারশিপ গড়ছেন রোহিত ও সূর্যকুমার। ১০ ওভার শেষে ৮৫ রানে ১ উইকেট ভারত।

09:42 PM (IST) Nov 17

নবম ওভারে এল ১২ রান

নবম ওভারের শেষ বলে ছক্কা মারলেন সূর্যকুুমার যাদব। ভারত ৯ ওভার শেষে ৭৯।

09:39 PM (IST) Nov 17

৮ ওভার শেষে ৬৭ ভারত

কেএল রাহুল আউট হওয়ার পর ইনিংসের রাশ ধরলেন সূর্যকুমার যাদব ও রোহিত শর্মা। ৮ ওভার শেষে ভারত ৬৭ রানে ১ উইকেট ভারত।

09:29 PM (IST) Nov 17

পাওয়ার প্লে শেষে ভারত ৫৬

শেষ হল ভারতীয় দলের পাওয়ার প্লে। ১ উইকেটে ভারত ৫৬। 

09:26 PM (IST) Nov 17

আউট কেএল রাহুল

ষষ্ঠ ওভারের প্রথম বলে স্যান্টনারের বলে আউট হলেন কেএল রাহুল। ভারত ৫০ রানে ১ উইকেট।

09:24 PM (IST) Nov 17

বোল্টের ওভারে মারকাটারি ব্যাটিং রোহিতের

বোল্টের পঞ্চম ওভারে ২টি চার ও ২টি ছয় মারলেন রোহিত শর্মা। ৫ ওভার শেষে ভারত বিনা উইকেটে ৫০।

09:14 PM (IST) Nov 17

তৃতীয় ওভার এল ১৫ রান

টিম সাউদির তৃতীয় ওভারে বিধ্বংসী ব্য়াটিং রোহিতের।২টি চার ও একটি ছয় মারলেন তিনি। ৩ ওভার শেষে ২৪।

09:06 PM (IST) Nov 17

১ ওভার শেষে ভারত ৭

প্রথম ওভারে ৭ রান করল টিম ইন্ডিয়া। ওপেন করছেন রোহিত শর্মা ও কেএল রাহুল।

08:49 PM (IST) Nov 17

১৬৪ রান করল নিউজিল্যান্ড

গাপটিল ও চাপম্যানের অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে ২০ওভারে ১৬৪ রান করল নিউজিল্যান্ড।

08:47 PM (IST) Nov 17

আউট রবীন্দ্রা

শেষ ওভারে সিরাজের বলে ৭ রান করে আউট হলেনরবীন্দ্র। নিউজিল্যান্ড ১৬২ রানে ৬ উইকেট।