১৬৫ রানে থামল কেকেআরের ইনিংস। ২৭ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হল সিএসকে।
- Home
- Sports
- Cricket
- IPL 2021, Final, LIVE - ফাইনালে দুরন্ত সিএসকে, ২৭ রানে ম্য়াচ জিতে চতুর্থবার চ্যাম্পিয়ন ধোনির দল
IPL 2021, Final, LIVE - ফাইনালে দুরন্ত সিএসকে, ২৭ রানে ম্য়াচ জিতে চতুর্থবার চ্যাম্পিয়ন ধোনির দল
দশমীর দিন আইপিএল ২০২১ (IPL 2021)-এর ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মা-কে বিদায় জানাতে জানাতে ম্যাচের প্রতি মুহূর্তের লাইভ আপডেট পেতে চোখ রাখুন এখানে।
- FB
- TW
- Linkdin
১৩ বলে ২০ রান করে আউট মাভি
ম্যাচ কার্যত হাতছাড়া কেকেআরের। শিবম মাভি দুটি ছয় মারলেও হতাশ কেকেআর। ১৮ ওভার শেষে কেকেআর ৮ উইকেটে ১৪৫।
পুরো মরসুমে চূড়ান্ত ফ্লপ কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। ফাইনালেও হলেন ব্যর্থ। হ্য়াজেলউডের বলে ৪ বলে ৪ রান করে আউট হলেন তিনি।
২ রান করে শার্দুল ঠাকুরের বলে আউট হলেন গত ম্য়াচের নায়ক রাহুল ত্রিপাঠী।
জাদেজার এক ওভারে জোড়া শিকার। কার্তিকের পর শূন্য রানে আউট করে প্যাবেলিয়নে পাঠালেন শাকিব আল হাসানকে।
৭ বলে ৯ রান করে জাদেজার বলে আউট হলেন দীনেশ কার্তিক।
আরও চাপ বাড়ল কেকেআরের। ৫১ রান করে দীপক চাহারের বলে আউট হলেন শুবমান গিল।
৪০ বলে নিজের হাফ সেঞ্চরি পূরণ করলেন শুবমান গিল। তবে লাগাতার উইকেট হারিয়ে চাপে কেকেআরে। ১৩ ওভার শেষে ১০৮ রানে ৩ উইকেট কেকেআর।
তৃতীয় ধাক্কা কেকেআরের। ২ রান করে হ্যাজেলউডের বলে আউট হলেন সুনীল নারিন।
একই ওভারে জোড়া উইকেট শার্দুল ঠাকুরের। খাতা না খুলেই আউট হলেন নীতিশ রানা। ১১ ওভার শেষে কেকেআর ২ উইকেটে ৯৩।
প্রথম উইকেট পড়ল কেকেআরের। ৫০ রান করে শার্দুল ঠাকুরের বলে আউট হলেন ভেঙ্কটেশ আইয়র।
ক্যাচ আউট হয়েও স্পাই ক্যামের তারে বল লাগায় বাতিল হল বল। জীবন পেলেন শুবমান গিল। তারপরই জাদেজাকে পরপর দুটি চার মারেন গিল। ১০ ওভার শেষে কেকেআর ৮৮।
মরসুমের চতুর্থ অর্ধশতরান করলেন ভেঙ্কটেশ আইয়র। ৩১ বলে ৫০ করলেন তিনি।
৮ ওভার শেষে কেকেআর ৬৮ রানে বিনা উইকেট। অষ্টম ওভারের শেষ বলে জাদেজাকে ছক্কা মারলেন ভেঙ্কটেশ আইয়র।
৬ ওভারের পাওয়ার প্লে শেষে কেকেআর বিনা উইকেটে ৫৫। আইয়র ৩২, গিল ২২।
মারকাটারি ব্যাটিং করছেন আইয়র। ৫ ওভার শেষে কেকেআর বিনা উইকেটে ৪৭।
একের পর এক বাউন্ডারি মারছেন গিল-আইয়র। ৪ ওভার শেষে কেকেআর ৩৫ রান, বিনা উইকেটে
দ্বিতীয় ওভারে হ্যাজেলউডকে ছয় মারলেন আইয়র। ২ ওভার শেষে কেকেআর বিনা উইকেটে ১৫।
১৯৩ রান তাড়া করতে নেমে প্রথম ওভারের শেষে কেকেআর বিনা উইকেটে ৬।