শেষ বলে জয় পেল সিএসকে। ২ উিকেটে ম্যাচ জিতে নিল তারা।
IPL 2021, KKR vs CSK LIVE: রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জয় পেল সিএসকে
)
আইপিএল ২০২১ (IPL 2021)-এর ৩৮তম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। খেলার প্রতি মুহূর্তের লাইভ আপডেট পান এখানে।
- FB
- TW
- Linkdin
শেষ বলে জয় পেল সিএসকে
চূড়ান্ত নাটক, আউট জাদেজা
নারাইনের পঞ্চম বল লাগল জাদেজার প্যাডে। মাঠের আম্পায়ার আউট দিলেও রিভিউ করলেন জাদেজা। কিন্তু, তাতে লাভ হল না। ৭ বলে ২২ রান করে গেলেন জাদেজা। সিএসকের চাই ১ বলে ১।
চাই ৩ বলে ১
ওভারের তৃতীয় বলে ফাইন লেগে খেলে ৩ রান নিলেন শার্দুল ঠাকুর।
আউট কুরান
২০তম ওভারে নারাইনকে বল করতে ডাকলেন মর্গান। প্রথম বলেই আউট স্যাম কুরান। ৪ বলে ৪ রান করলেন তিনি।
১৯তম ওভারে ২২ রান নিলেন জাদেজা
১৯তম ওভারে ১টি ছয় ও ৩টি চারের মাধ্যমে ২২ রান নিলেন রবীন্দ্র জাদেজা। শেষ ওভারে সিএসকের চাই মাত্র ৪ রান।
বাকি ২ ওভার, সিএসকের চাই ২৬ রান
বাকি ২ ওভার, সিএসকের চাই ২৬ রান। ক্রিজে আছেন জাদেজা-কুরান। ১৯তম ওভারে মর্গান ডাকলেন প্রসিদ্ধ কৃষ্ণকে বল করতে।
বোল্ড ধোনি
ধোনিকে দুরন্ত গুগলিতে তুলে নিলেন বরুণ চক্রবর্তী। ধোনি করে গেলেন ৪ বলে ১। সিএসকের জিততে চাই ১৬ বলে ৩০। ক্রিজে জাদেজা এবং স্যাম কুরান।
রানআউট রায়না
ধোনির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে গেলেন রায়না (৭ বলে ১১)
প্যাভিলিয়নে মইন আলি
১৮তম ওভারে লকি ফার্গুসনের বলে আউট হলেন মইন আলি। ২৮ বলে ৩২ রান করলেন তিনি। বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচ নিলেন ভেঙ্কটেশ আইয়ার। সিএসকে ১৩৮/৪। সিএসকের চাই ২০ বলে ৩৪। নামলেন ধোনি।
ফাটটকা খেললেন মর্গান
১৬তম ওভারে বল করতে ডাকলেন ভেঙ্কটেশ আইয়ারকে। মাত্র ৫ রান দিলেন অনিয়মিত কেকেআর বোলার। সিএসকে ১৬ ওভারের শেষে ১৩২-৩
আউট রায়ডু
৯ বলে ১০ করে আউট হয়ে গেলেন রায়ডু। দুরন্ত অফস্পিনে তাঁর উইকেট ছিটকে দিলেন সুনীল নারাইন। ১৪.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান তুলল সিএসকে।
দুর্দান্ত ক্যাচ ফার্গুসনের, আউট ডুপ্লেসিস
১২তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণর বলে ফিরলেন ফাফ ডুপ্লেসিস (৩০ বলে ৪৩)। লকি ফাগ্রুসনের ধরলেন দুরন্ত ক্যাচ। সিএসকে ১১.৩ ওভারে ২ উইকেটে ১০২
১০ ওভারে ৮৯
১০ ওভার শেষে সিএসকে ১ উইকেট হারিয়ে ৮৯। ক্রিজে আছেন ডুপ্লেসিস ৩৮ এবং মইন আলি ৫
ব্রেক দিলেন রাসেল
নবম ওভারে বল করতে এসে প্রথম উইকেট নিলেন রাসেল। আউট হলেন ঋতুরাজ গায়কোয়াড। ২৮ বলে ৪০ করে গেলেন তিনি। সিএসকে ৭৪/১
পাওয়ার প্লে-তে ৫১
প্রথম ৬ ওভারে একটিও ফউকেট না হারিয়ে ৫১ রান তুলল সিএসকে।
৫ ওভারে ৪২ চেন্নাই
ধীরে ধীরে ক্রিজে জমে যাচ্ছেন দুই চেন্নাই ওপেনার। ৫ ওভার শেষে বিনা উইকেটে সিএসকে ৪২
৫ ওভারে ৪২ চেন্নাই
ধীরে ধীরে ক্রিজে জমে যাচ্ছেন দুই চেন্নাই ওপেনার। ৫ ওভার শেষে বিনা উইকেটে সিএসকে ৪২
৯ রান এল তৃতীয় ওভারে
তৃতীয় ওভারে প্রসিদ্ধ কৃষ্ণ দিলেন ৯ রান। সিএসকে বিনা উইকেটে ১৮।
দুই ওভার শেষে ৯
লকি ফার্গুসন দ্বিতীয় ওভারে দিলেন ৪ রান। সিএসকে ২ ওভারের শেষে বিনা উইকেটে ৯
প্রথম ওভারে এল ৫
ইনিংসের প্রথম ওভারে মাত্র ৫ রান দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ।