এবারও আইপিএল জেতা হল না দিল্লি ক্যাপিটালস-এর। রাহল ত্রিপাঠি অএপরাজিত থাকলেন ১১ বলে ১২ রানে।কি ফার্গুসনকে কিছুই করতে হল না।
IPL 2021, Qualifier 2, Live - ত্রিপাঠির ছয়ে ফাইনালে কেকেআর, জয় এল ৩ উইকেটে
বুধবার, আইপিএল ২০২১ (ipl 2021)-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)-এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ঠাকুর দেখার ফাঁকে ম্যাচের প্রতিমুহূর্তের লাইভ আপডেট পান এখানে।
- FB
- TW
- Linkdin
অশ্বিনের পঞ্চম বলেই ছয় মারলেন রাহল ত্রিপাঠি। কেকেআর জিতে গেল ৩ উইকেটে।
পরের বলেই আউট নারাইন। জিততে লাগবে ২ বলে ৬।
তৃতীয় বলে াআউট সাকিব। করলেন শূন্য। জিততে কেকেআর-এর চাই ৩ বলে ৬রান
শেষ ওভার বল করতে এলেন অশ্বিন। নতুন ব্যাটার সাকিব।
৩ বলে ০ করে আউট হলেন মর্গান। শেষ ওভারে জিততে চাই ৭ রান।
দুর্দান্ত ১৮ ওভার করলেন রাবাডা। মাত্র ১ রান দিয়ে আউট করলেন কার্তিককে। ১২ বলে ১০ রান চাই কেকেআর-এর।
আবেশ খানের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে ৪৬ বলে ৪৬ রান করে আউট হলেন আউট হলেন শুবমান গিল। কেকেআর ১২৫/২। জিততে ২০ বলে চাই ১১ রান। নামলেন কার্তিক।
১২ বলে ১৩ রান করে নখিয়ার বলে আউট হলেন নিতিশ রানা। ওভার থেকে এল ১০ রান। নতুন ব্যাটার রাহুল ত্রিপাঠি।
ষোল ওভারের পর
১৫ ওভারের পর
কেকেআর - ১২৩/২
শুবমান গিল - ৪৫
নিতিশ রানা - ১৩
পনেরোতম ওভারে ৫ রান দিলেন আবেশ খান।
১৫ ওভারের পর
কেকেআর - ১১৩/১
শুবমান গিল - ৩৭
নিতিশ রানা - ১২
১৪ ওভারে ১০০ রান পূর্ণ করল কেকেেআর। অক্ষর প্যাটেলের ওভারে এল ১০ রান। কেকেআর - ১০৮/১
নিতিশ রানা থার্ডম্যানে ক্যাচ তুলেছিলেন। একজম লোপ্পা ক্যাচ মিস করলেন আর অশ্বিন।
তেরোতম ওভার বল করতে এলেন রাবাডা। তৃতীয় বলে ফেরালেন ভেঙ্কটেশ আইয়ারকে।
১৩ ওভারের পর
কেকেআর - ৯৮/১
শুবমান গিল - ৩২
নিতিশ রানা - ১
১৩তম ওভার বল করতচে এলেন কাগিসো রাবাডা। আইয়ারকে আউট করলেন তিনি। ৪১ বলে ৫৫ রান করে গেলেন তিনি। ৪টি চার ও তিনটি ছয় মারলেন তিনি। নতুন ব্যাটার নিতিশ রানা।
অক্ষর প্যাটেলের ১২ তম ওভার থেকে এল মাত্র ৪ রান।
১২ ওভারের পর
কেকেআর - ৯২/০
শুবমান গিল - ৩১
ভেঙ্কটেশ আইয়ার - ৫১
৩৮ বলে ৫০ করলেন আইয়ার, ৩টি চার ও ৩টি ছয় মারলেন তিনি।
এগারোতম ওভার বল করতে এলেন নখিয়া। তৃতীয় বলে চার মারলেন আইয়ার। ওভার থেকে এল ১২ রান।
১১ ওভারের পর
কেকেআর - ৮৮/০
শুবমান গিল - ২৯
ভেঙ্কটেশ আইয়ার - ৪৯
দশম ওভারে মাত্র ৬ রান দিলেন অক্ষর প্যাটেল।
৯ ওভারের পর
কেকেআর - ৭৬/০
শুবমান গিল - ২৮
ভেঙ্কটেশ আইয়ার - ৪৪
দশম ওভারে মাত্র ৯ দিলেন অশ্বিন।
৯ ওভারের পর
কেকেআর - ৬৭/০
শুবমান গিল - ২৬
ভেঙ্কটেশ আইয়ার - ৩৭
নবম ওভারে মাত্র ৬ রান দিলেন অশ্বিন।
৯ ওভারের পর
কেকেআর - ৬৭/০
শুবমান গিল - ২৬
ভেঙ্কটেশ আইয়ার - ৩৭