11:01 PM (IST) Mar 26
৬ উইকেটে জয় পেল কেকেআর

আইপিএল ২০২২-এর প্রথম ম্য়াচে জয় পেল কেকেআর। সিএসকে-কে ৬ উইকেটে হারাল শ্রেয়স আইয়রের দল। 

10:55 PM (IST) Mar 26
আউট স্য়াম বিলিংস

২৫ রান করে ব্রাভোর তৃতীয় শিকার হলেন স্য়াম বিলিংস।

10:53 PM (IST) Mar 26
১৭ ওভার শেষে ১২২ রানে ৩ উইকেট কেকেআর

জয়ের কছে কেকেআর। ১৭ ওভার শেষে স্কোর ১২২ রানে ৩ উইকেট।

10:48 PM (IST) Mar 26
১৬ ওভারে শেষে কেকেআর ১১৩ রানে ৩ উইকেট

১৬ তম  ওভারে অনবদ্য চার মারলেন স্যাম বিলিংস। ওভারে শেষে কেকেআক ১১৩ রানে ৩ উইকেট।

10:45 PM (IST) Mar 26
১৫ ওভার শেষে কেকেআর ১০৪ রানে ৩ উইকেট

ক্রিজে রয়েছেন স্য়াম বিলিংস ও শ্রেয়স আইয়র। ধীরে ধীরে এগোচ্ছে জয়ের দিকে। ১৫ ওভার শেষে ১০৪ রানে ৩ উইকেট কেকেআর।

10:31 PM (IST) Mar 26
১২ ওভার শেষে কেকেআর ৯০

রাহানের আউট হওয়ার পর এসেছেন স্যাম বিলিংস। অপরদিকে রয়েছেন শ্রেয়স। ১২ ওভার শেষে কেকেআর ৯০ রানে ৩ উইকেট।

10:31 PM (IST) Mar 26
১২ ওভার শেষে কেকেআর ৯০

রাহানের আউট হওয়ার পর এসেছেন স্যাম বিলিংস। অপরদিকে রয়েছেন শ্রেয়স। ১২ ওভার শেষে কেকেআর ৯০ রানে ৩ উইকেট।

10:29 PM (IST) Mar 26
আউট অজিঙ্কে রাহানে

৪৪ রান করে আউট হলেন অজিঙ্কে রাহানে। উইকেট নিলেন স্যান্টনার। 

10:23 PM (IST) Mar 26
দশম ওভারের শেষ বলে দ্বিতীয় উইকেট পড়ল কেকেআরের

দ্বিতীয় উইকেট নিলেন ডিজে ব্রাভো। দশম ওভারের শেষ বলে দ্বিতীয় উইকেট পড়ল কেকেআরের। ভালো শুরু করেও ২১ রান করে আউট হলেন নীতিশ রানা। ১০ ওভার শেষে কেকেআর ৭৬ রানে ২ উইকেট।

10:11 PM (IST) Mar 26
অষ্টম ওভারে এল ১৫ রান

নীতিশ রানা এসেই ২ট্ চার মারলেন। একটি চার হলে বাইয়ে। ৮ ওভার  শেষে এক উইকেটে ৫৯ কেকেআর।

10:02 PM (IST) Mar 26
প্রথম উইকেট পড়ল কেকেআরের

সপ্তম ওভারে ব্রাভো এসেই নিলেন উইকেট। ১৬ রান করে আউট ভেঙ্কটেশ আইয়র।

10:00 PM (IST) Mar 26
পাওয়ার প্লে শেষে কেকেআর বিনা উইকেট ৪৩

পার্টনারশিপ এগিয়ে নিয়ে যাচ্ছেন রাহানে ও আইয়র। ৬ ওভার শেষে কেকেআরের স্কোর বিনা উইকেটে ৪৩।

09:56 PM (IST) Mar 26
দুরন্ত শুরু কেকেআরের

অনবদ্য ব্যাটিং করছেন অজিঙ্কে রাহানে ও ভেঙ্কটেশ আইয়র। ৫ ওভার শেষে বিনা উইকেটে ৩৫।

09:51 PM (IST) Mar 26
চতুর্থ ওভারে চার ও ছয় মারলেন রাহানে

ছন্দে ফিরছেন রাহানে। চতুর্থ ওভারে স্ট্রেট ড্রাইভে মারলেন চার ও মারলেন একটি বিশাল ছক্কা। ৪ ওভার শেষে কেকেআর বিনা উইকেটে ২৫।

 

09:46 PM (IST) Mar 26
ধীর গতিতে শুরু কেকেআরের

৩ ওভার শেষে কেকেআর বিনা উইকেটে ১৫। উইকেট না  হারিয়ে সেট হচ্ছেন রাহানে ও ভেঙ্কটেশ আইয়র।

09:36 PM (IST) Mar 26
প্রথম ওভার শেষে কেকেআর ৬

প্রথম ওভারে চার মারলেন অজিঙ্কে রাহানে। প্রথম ওভার শেষে কেকেআর বিনা উইকেটে ৬।

 

09:19 PM (IST) Mar 26
১৩১ করল সিএসকে

৬১ রানে ৫ উইকেট হারানোর পর ইনিংস সামলান ধোনি ও জাদেজা। ৭০ রানের পার্টনারশিপ করে ২০ ওভারে ১৩১ রান করল সিএসকে।

09:18 PM (IST) Mar 26
ধোনির অর্ধশতরান

বিপদের সময় তিনি যে এখনও সঙ্কটমোচক তা ফের প্রমাণ করলেন ধোনি। বিপদের থেকে শুধু দলকে উদ্ধার করাই নয়, করলেন নিজের অর্ধশতরান। ৩৮ বলে অপরাজিত ৫০ রান করলেন ধোনি। মারলেন ৭টি চার ও একটি ছয়।

09:11 PM (IST) Mar 26
ধোনির ধামাকাদার ব্যাটিং

১৯ তম ওভারে চার-ছয় মারলেন ধোনি। ওভার শেষে সিএসকে ১১৩ রানে ৫ উইকেট। ধোনি ৩৯ রানে অপরাজিত। জাদেজা ১৯। ৫০ রানের পার্টনারশিপ দুজনের।

09:03 PM (IST) Mar 26
১৮ তম ওভারে রাসেলকে ৩টি চার মারলেন ধোনি

১৮ তম ওভারে রাসেলের বলে ধোনি ধামাকা। মারলেন তিনটি চার। ১৮ ওভার শেষে সিএসকে ৯৮ রানে ৫ উইকেট।

Read more Articles on