10:45 PM (IST) Apr 01
৫ ওভার বাকি থাকতে এল জয়

৫ ওভার বাকি থাকতেই খেলা শেষ করে দিলেন আন্দ্রে রাসেল। শেষ পর্যন্ত ৩১ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেললেন রাসেল। মারলেন ২টি চার ও ৮টি বিশাল ছয়। বিলিংস অপরাজিত থাকলেন ২৩ বলে ২৪ রানে। ১৪.৩ ওভারে ১৪১ রান তুলে ৬ উইকেটে জিতল কেকেআর।

10:35 PM (IST) Apr 01
রাসেলের অর্ধশতরান

২৬ বলে অর্ধশতরান পূরণ করলেন আন্দ্রে রাসেল।

10:27 PM (IST) Apr 01
ফের রাসেলের জোড়া ছক্কা, ১০০ পার করল কেকেআর

দ্বাদশ ওভারে ওডেন স্মিথ-কে পরপর তিনটি ছয় মারলেন রাসেল। তার আগে আরও একটি চার মারেন তিনি। ফ্রি হিট পেয়ে একটি ছয় মারলেন বিলিংস-ও। ২৮ রান এল ওভার থেকে।

১২ ওভার পর কেকেআর - ১০৯/৪

রাসেল - ৪৪

বিলিংস - ২০

10:14 PM (IST) Apr 01
রাসেলের প্রথম ছয়

দশম ওভারে হরপ্রিত ব্রারের বলে দুটি ছক্কা হাঁকালেন রাসেল। 

১০ ওভার শেষে 

কেকেআর -  ৭৪/৪

বিলিংস - ১২

রাসেল - ১৭

 

10:02 PM (IST) Apr 01
১ ওভারে ২ উইকেট

সপ্তম ওভারে রাহুল চাহারের বলে আউট নিতিশ রানাও। করলেন ০। নতুন ব্যাটার আন্দ্রে রাসেল।

৭ ওভার পর 

কেকেআর - ৫১-৪

বিলিংস - ৮

রাসেল - ০

09:57 PM (IST) Apr 01
বিরাট ধাক্কা, আউট শ্রেয়স

আউঠ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। করলেন ১৫ বলে ২৬। সপ্তম ওভারে রাহুল চাহারের বল লেগ সাইডের বাউন্ডারি দিয়ে ওড়াতে গিয়ে ক্যাচ দিলেন রাবাডার হাতে। নতুন ব্যাটার নিতিশ রানা।

কেকেআর - ৫১-৩

বিলিংস -

রানা -  

 

09:53 PM (IST) Apr 01
৫০ পার করল কেকেআর

৫০ পার করল কেকেআর। ষষ্ঠ ওভারে রাবাডাকে আরও একটি চার মারলেন শ্রেয়স। 

৬ ওভার  শেষে কেকেআর-এর রান - ৫১-২

শ্রেয়স - ২৬

বিলিংস -  ৮

09:49 PM (IST) Apr 01
আউট ভেঙ্কটেশ

পঞ্চম ওভারে বাউন্ডারি মেরে ওডেন স্মিথকে স্বাগত জানালেন শ্রেয়স আইয়ার। তবে, তৃতীয় বলেই হরপ্রিত ব্রারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ভেঙ্কটেশ আইয়ার।

৫ ওভার শেষে কেকেআর-এর রান ৪২-২।

নতুন ব্যাটার স্যাম বিলিংস। নেমেই চার মারলেন তিনি।

09:45 PM (IST) Apr 01
ছন্দে শ্রেয়স

দারুণ ছন্দে ব্যাট করছেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। চতুর্থ ওভারে রাবাডার বলে আরও একটি চার মারলেন তিনি। 

৪ ওভার পর কেকেআর - ৩৩-১

শ্রেয়স - ১৬

ভেঙ্কটেশ - ৩

09:42 PM (IST) Apr 01
তিন ওভারে কেকেআর ২৫/১

তৃতীয় ওভার করলেন অর্শদীপ, শেষ দুই বলে দুটি চার মারলেন শ্রেয়স আইয়ার।

৩ ওভার শেষে কেকেআর-এর রান ২৫/১।

শ্রেয়স আইয়ার - ৯

ভেঙ্কটেশ আইয়ার - ২

 

09:34 PM (IST) Apr 01
আউট রাহানে

দ্বিতীয় ওভার বল করতে এলেন রাবাডা। তৃতীয় বলেই বাউন্ডারি মারলেন রাহানে। তবে, শেষ বলে রাবাডার বাইরে যাওয়া একটি বলে ব্যাট ছুঁইয়ে উইকেটের পিছনে ক্যাচ আউট হলেন রাহানে। ক্যাচ নিলেন ওডেন স্মিথ। রাহানে করলেন ১১ বলে ১২। দুই ওভার শেষে কেকেআর ১৫-১। নতুন হব্যাটার শ্রেয়স আইয়ার। 

09:30 PM (IST) Apr 01
রাহানের ৪০০০ রান

প্রথম ওভারেই পরপর দুটি দুর্দান্ত বাউন্ডারি মেরে, আইপিএল-এ নিজের ৪০০০ রান পূর্ণ করলেন রাহানে। প্রথম ওভারের শেষে কেকেআর ৮/0

09:27 PM (IST) Apr 01
শুরু হল কেকেআর ইনিংস

শুরু হল কেকেআর ইনিংস। অজিঙঅকা রাহানের সঙ্গে ওপেন করলেন ভেঙ্কটেশ আইয়ার। পঞঅজাব কিংস-এর হয়ে বোলিং শুরু করলেন অর্শদীপ সিং।
 

09:12 PM (IST) Apr 01
অলআউট পঞ্জাব কিংস

১৯ তম ওভারের দ্বিতীয় বলে রান আউট হলেন অর্শদীপ সিং। ১৩৭ রানে অলআউট পঞ্জাব। 

09:12 PM (IST) Apr 01
অলআউট পঞ্জাব কিংস

১৯ তম ওভারের দ্বিতীয় বলে রান আউট হলেন অর্শদীপ সিং। ১৩৭ রানে অলআউট পঞ্জাব। 

09:10 PM (IST) Apr 01
আউট রাবাডা

১৯ তম ওভারে রাসেলের প্রথম বলেই আউট রাবাডা। অদ্ভূত ক্যাচ ধরলেন টিম সাউদি। ২৫ রান করলেন রাবাডা।

09:08 PM (IST) Apr 01
১৮ তম ওভারে এল ১৭ রান

বিধ্বংসী ব্য়াটিং করছেন কাগিসে রাবাডা ও ওডিয়ান স্মিথ। ১৮ তম ওভারে মাভির বলে এ  ১৭ রান। পঞ্জাব ১৮ ওভার শেষে ১৩৭ রানে ৮ উইকেট।

09:00 PM (IST) Apr 01
১৭ তম ওভারে মারকাটারি ব্যাটিং রাবাডার

টিম সাউদির এক ওভারে ২টি চার একটি ছয় মারলেন রাবাডা। ১৭ ওভারে শেষে ১২০ রানে ৮ উইকেট পঞ্জাব।

08:52 PM (IST) Apr 01
১৫ ওভার শেষে পঞ্জা ১০২ রানে ৮ উইকেট

৪ ওভারে একটি মেডেন ২৩ রান দিয়ে ৪ উইকেট নিলেন উমেশ যাদব। ১৫ ওভার শেষে পঞ্জা ১০২ রানে ৮ উইকেট।

08:50 PM (IST) Apr 01
আউট রাহুল চাহার

খাতা না খুলেই উমেশ যাদবের বলে আউট হলেন রাহুল চাহার। পঞ্জাব ১০২ রানে ৮ উইকেট।

Read more Articles on