৫ ওভার বাকি থাকতেই খেলা শেষ করে দিলেন আন্দ্রে রাসেল। শেষ পর্যন্ত ৩১ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেললেন রাসেল। মারলেন ২টি চার ও ৮টি বিশাল ছয়। বিলিংস অপরাজিত থাকলেন ২৩ বলে ২৪ রানে। ১৪.৩ ওভারে ১৪১ রান তুলে ৬ উইকেটে জিতল কেকেআর।
KKR vs PBKS Live- চলছে রাসেল মাসেল, ১০০ পার করল কেকেআর
শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ মেগা ম্য়াচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস। একটি দল চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল ২০২২ অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্য়াচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে শ্রেয়স আইয়রে দলকে। অপরদিকে আরসিবির বিরুদ্ধে প্রথম ম্য়াচে ২০৫ রাম তাড়া করে দুরন্ত জয় পেয়েছে মায়াঙ্ক আগরওয়ালের দল। আদ নামছে কেকেআরের বিরুদ্ধ মরসুমের দ্বিতীয় ম্য়াচে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই দল। এক দিকে জয়ের ধরা ধরে রাখাই লক্ষ্য পঞ্জাব কিসের, অপরদিকে আরসিবি ম্যাচের ধাক্কা ভুলে জয়ে ফিরতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি রুদ্ধশ্বাস ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
- FB
- TW
- Linkdin
২৬ বলে অর্ধশতরান পূরণ করলেন আন্দ্রে রাসেল।
দ্বাদশ ওভারে ওডেন স্মিথ-কে পরপর তিনটি ছয় মারলেন রাসেল। তার আগে আরও একটি চার মারেন তিনি। ফ্রি হিট পেয়ে একটি ছয় মারলেন বিলিংস-ও। ২৮ রান এল ওভার থেকে।
১২ ওভার পর কেকেআর - ১০৯/৪
রাসেল - ৪৪
বিলিংস - ২০
দশম ওভারে হরপ্রিত ব্রারের বলে দুটি ছক্কা হাঁকালেন রাসেল।
১০ ওভার শেষে
কেকেআর - ৭৪/৪
বিলিংস - ১২
রাসেল - ১৭
সপ্তম ওভারে রাহুল চাহারের বলে আউট নিতিশ রানাও। করলেন ০। নতুন ব্যাটার আন্দ্রে রাসেল।
৭ ওভার পর
কেকেআর - ৫১-৪
বিলিংস - ৮
রাসেল - ০
আউঠ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। করলেন ১৫ বলে ২৬। সপ্তম ওভারে রাহুল চাহারের বল লেগ সাইডের বাউন্ডারি দিয়ে ওড়াতে গিয়ে ক্যাচ দিলেন রাবাডার হাতে। নতুন ব্যাটার নিতিশ রানা।
কেকেআর - ৫১-৩
বিলিংস -
রানা -
৫০ পার করল কেকেআর। ষষ্ঠ ওভারে রাবাডাকে আরও একটি চার মারলেন শ্রেয়স।
৬ ওভার শেষে কেকেআর-এর রান - ৫১-২
শ্রেয়স - ২৬
বিলিংস - ৮
পঞ্চম ওভারে বাউন্ডারি মেরে ওডেন স্মিথকে স্বাগত জানালেন শ্রেয়স আইয়ার। তবে, তৃতীয় বলেই হরপ্রিত ব্রারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ভেঙ্কটেশ আইয়ার।
৫ ওভার শেষে কেকেআর-এর রান ৪২-২।
নতুন ব্যাটার স্যাম বিলিংস। নেমেই চার মারলেন তিনি।
দারুণ ছন্দে ব্যাট করছেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। চতুর্থ ওভারে রাবাডার বলে আরও একটি চার মারলেন তিনি।
৪ ওভার পর কেকেআর - ৩৩-১
শ্রেয়স - ১৬
ভেঙ্কটেশ - ৩
তৃতীয় ওভার করলেন অর্শদীপ, শেষ দুই বলে দুটি চার মারলেন শ্রেয়স আইয়ার।
৩ ওভার শেষে কেকেআর-এর রান ২৫/১।
শ্রেয়স আইয়ার - ৯
ভেঙ্কটেশ আইয়ার - ২
দ্বিতীয় ওভার বল করতে এলেন রাবাডা। তৃতীয় বলেই বাউন্ডারি মারলেন রাহানে। তবে, শেষ বলে রাবাডার বাইরে যাওয়া একটি বলে ব্যাট ছুঁইয়ে উইকেটের পিছনে ক্যাচ আউট হলেন রাহানে। ক্যাচ নিলেন ওডেন স্মিথ। রাহানে করলেন ১১ বলে ১২। দুই ওভার শেষে কেকেআর ১৫-১। নতুন হব্যাটার শ্রেয়স আইয়ার।
প্রথম ওভারেই পরপর দুটি দুর্দান্ত বাউন্ডারি মেরে, আইপিএল-এ নিজের ৪০০০ রান পূর্ণ করলেন রাহানে। প্রথম ওভারের শেষে কেকেআর ৮/0
শুরু হল কেকেআর ইনিংস। অজিঙঅকা রাহানের সঙ্গে ওপেন করলেন ভেঙ্কটেশ আইয়ার। পঞঅজাব কিংস-এর হয়ে বোলিং শুরু করলেন অর্শদীপ সিং।
১৯ তম ওভারের দ্বিতীয় বলে রান আউট হলেন অর্শদীপ সিং। ১৩৭ রানে অলআউট পঞ্জাব।
১৯ তম ওভারের দ্বিতীয় বলে রান আউট হলেন অর্শদীপ সিং। ১৩৭ রানে অলআউট পঞ্জাব।
১৯ তম ওভারে রাসেলের প্রথম বলেই আউট রাবাডা। অদ্ভূত ক্যাচ ধরলেন টিম সাউদি। ২৫ রান করলেন রাবাডা।
বিধ্বংসী ব্য়াটিং করছেন কাগিসে রাবাডা ও ওডিয়ান স্মিথ। ১৮ তম ওভারে মাভির বলে এ ১৭ রান। পঞ্জাব ১৮ ওভার শেষে ১৩৭ রানে ৮ উইকেট।
টিম সাউদির এক ওভারে ২টি চার একটি ছয় মারলেন রাবাডা। ১৭ ওভারে শেষে ১২০ রানে ৮ উইকেট পঞ্জাব।
৪ ওভারে একটি মেডেন ২৩ রান দিয়ে ৪ উইকেট নিলেন উমেশ যাদব। ১৫ ওভার শেষে পঞ্জা ১০২ রানে ৮ উইকেট।
খাতা না খুলেই উমেশ যাদবের বলে আউট হলেন রাহুল চাহার। পঞ্জাব ১০২ রানে ৮ উইকেট।