শেষ ওভারের প্রথম বলেও ছয় মেরে খেলা শেষ করলেন নীতিশ রানা। ৭ উইকেটে ম্যাচ জিতল কেকেআর।
- Home
- Sports
- Cricket
- KKR vs RR Live- কেকআর বনাম রাজস্থান রয়্যালস ম্য়াচের প্রতি মুহূর্তের লাইভ স্কোর এক ক্লিকে
KKR vs RR Live- কেকআর বনাম রাজস্থান রয়্যালস ম্য়াচের প্রতি মুহূর্তের লাইভ স্কোর এক ক্লিকে

আইপিএল ২০২২ -এর মেগা ম্যাচে সোমবার মুখোমুখি হতে চলেছে কলকাতান নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। প্রথম পর্বের সাক্ষাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সঞ্জু স্যামসনের দলের কাছা হারতে হয়েছিল শ্রেয়স আইয়রের দলকে। এই ম্য়াচে নামার আগে দুই দলই তাদের শেষ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। তবে কেকেআরের কাছে লড়াইটা এখন অনেক কঠিন। পরপর৫ ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে নাইটদের। শেষ চারের ওঠার আশা জিইয়ে রাখতে হলে শেষ পাঁচটি ম্য়াচই জিততে হবে কেকেআরকে। বর্তমানে ৯টি ম্যাচের মধ্যে ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে ২ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। অপরদিকে, শেষ ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারলেও লিগ টেবিলে এখনও অনেক ভালো জায়গায় রয়েছে রাজস্থান। ৯টি ম্যাচের মধ্যে ৬টি জিতে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রয়্যালসরা। আজকের ম্য়াচে জয় পেতে মরিয়া দুই দল।
৭ উইকেটে ম্য়াচ জিতল কেকেআর
১৯ তম ওভারে এল ১৭ রান
প্রসিদ্ধ কৃষ্ণার ১৯ তম ওভারে এল ১৭ রান। খেলা ড্র। শেষ ওভারে কেকেআরের দরকার ১ রান।
যুজবেন্দ্র চাহলের ১৮ তম ওভারে এল ১৩ রান
যুজবেন্দ্র চাহলকে দুটি চার মারলেন রিঙ্কু সিং। ওভারে এল ১৩ রান। ১৮ ওভার শেষে কেকেআর ১৩৫ রান।
১৭ ওভার শেষে কেকেআর ১২২
জমে উঠেছে ম্য়াচ। ক্রিজে রিঙ্কু সিং ও নীতিশ রানা আক্রমণাত্মক ইনিংস খেলছেন। কেকেআরের ৩ ওভারে দরকার ৩১ রান । ১৭ ওভার শেষে ৩ উইকেটে ১২২।
১৫ ওভার শেষে ১০৭ কেকেআর
ক্রিজে নীতিশ রানা ও রিঙ্কু সিং। ১৫ ওভার শেষে ১০৭ কেকেআর। ৩০ বলে দরকার ৪৭ রান।
আউট শ্রেয়স আইয়র
৩৪ রান করে ট্রেন্ট বোল্টের বলে আউট হলেন শ্রেয়স আইয়র।
১২ ওভার শেষে ৮৫ কেকেআর
অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ শ্রেয়স আইয়র ও নীতিশ রানার। ১২ ওভার শেষে ৮৫ কেকেআর ২ উইকেটে বিনিময়ে। ৪৮ বলে দরকার ৬৮ রান।
অশ্বিনের ওভারে আক্রমণাত্মক রানা
অশ্বিনের ১১ তম ওভারে এল ১৬ রান। একটি ছয় ও ২টি চার মারলেন নীতিশ রানা।
১০ ওভার শেষে ৫৯ কেকেআর
ধীরে হলও স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছেন শ্রেয়স আইয়র ও নীতিশ রানা। ১০ ওভার শেষে ৫৯ কেকেআর
৮ ওভার শেষে ৪৬ কেকেআর
ক্রিজে নীতিশ রানা ও শ্রেয়স আইয়র। ৮ ওভার শেষে ৪৬ কেকেআর ২ উইকেটের বিনিময়ে।
পাওয়ার প্লে শেষে ৩২ কেকেআর
দুই ওপেনারকে হারিয়ে চাপে কেকেআর। ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩২।
আউট বাবা ইন্দ্রজিৎ
১৫ রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হলেন বাবা ইন্দ্রজিত। ৩২ রানে ২ উইকেট হারিয়ে চাপে কেকেআর।
৫ ওভারশেষে ২৫ কেকেআর
উইকেটে সেট হওয়ার চষ্টা করছেন শ্রেয়স আইয়র ও বাবা ইন্দ্রজিৎ। কেকেআরে ৫ ওভার শেষে ১ উইকেটে ২৫।
আউট অ্যরন ফিঞ্চ
৪ রান করে কুলদীপ সেনের বলে আউট হলেন অ্যারন ফিঞ্চ। ১৬ রানে ১ উইকেট কেকেআর।
ধীরে শুরু কেকেআরের
৩ ওভার শেষে বিনা উইকেটে ১৫ কেকেআর।
প্রথম ওভার শেষে কেকেআর ৬
প্রথম ওভার শেষে কেকেআর ৬। ব্যাট করছেন অ্যারন ফিঞ্চ ও বাবা ইন্দ্রজিৎ।
১৫২ রানে শেষ হল রাজস্থানের ইনিংস
শেষের দিকে ১৩ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের স্কোর দেড়শো পার করেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান করল রাজস্থান রয়্যালস।
হিট করছেন হেটমায়ার
টিম সাউদির ওভারে ২টি ছয় মারলেন হেটমায়ার। ১৯ ওভারে শেষে ১৪২ রানে ৫ উইকেট।
১৮ ওভার শেষে ১২২ রাজস্থান
পরপর দুই উইকেট হারিয়ে কমল রানের গতিবে। ক্রিজে হেটমায়ার ও অশ্বিন। ১৮ ওভার শেষে ১২২ রাজস্থান ৫ উইকেটের বিনিময়ে।
আউট সঞ্জু স্য়ামসন
৫৪ রান করে শিবম মাভির বলে আউট হলে সঞ্জু স্য়ামসন।