শেষ ওভারেও দুটি উইকেট নিলেন ডোয়েইন ব্রাভো। ১৩৬ রানে শেষ হল মুম্বইয়ের ইনিংস। ২০ রানে ম্যাচ জিতল চেন্নাই সুপার কিংস।
- Home
- Sports
- Cricket
- IPL Live Update- প্রথম ম্যাচেই দুরন্ত জয় সিএসকের, মুম্বইকে ২০ রানে হারাল এমএস ধোনির দল
IPL Live Update- প্রথম ম্যাচেই দুরন্ত জয় সিএসকের, মুম্বইকে ২০ রানে হারাল এমএস ধোনির দল
সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে আইপিএল ২০২১-এর বাকি পর্বের খেলা। ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচেই মেগা ফাইটে মুখোমুখি এমএস ধোনি ও রোহিত শর্মার দল। আইপিএলের এই দুই চিরপ্রতীদ্বন্দ্বী দলের ম্যাচকে কেন্দ্র করে মরুদেশে চড়ছে ক্রিকেট উত্তাপ। উন্মাদনায় টগবগ করে ফুটছে ক্রিকেট বিশ্বও। ২০২০ সালের আইপিএলে এই মরুদেশেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার অনন্য নজির তৈরি করেছিল রোহিত শর্মার। কিন্তু ২০২১-এর প্রথম পর্বের শুরুটা আশানারুপ হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। প্রথম পর্বের ৭টি ম্য়াচে ৪টি জয় পেয়েছে এমআই। ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে মুম্বই। কিন্তু দ্বিতীয় পর্বে লাকি আরব আমিরশাহিতে ঘুড়ে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী রোহিত শর্মার দল। অপরদিকে, এই আরব আমিরশাহিতেই আইপিএল ২০২০ একেবারেই ভালো যায়নি চেন্নাই সুপার কিংসের। আইপিএলের ইতিহাসে প্রথমবার শেষ চারে যোগ্যতা অর্জন করতে পারেনি এমএস ধোনির দল। শেষ করেছিল ৭ নম্বরে। কিন্তু ২০২১-এর প্রথম পর্বে দারুণভাবে কামব্যাক করে সিএসকে। প্রথম ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছেন চেন্নাই। দ্বিতীয় লিগে ২০২০ সালের ব্যর্থতা ভুলে ঘুড়ে দাঁড়ানোই লক্ষ্য ৩ বারের আইপিএলেক চ্যাম্পিয়নদের।
- FB
- TW
- Linkdin
শেষ ওভারে মুম্বইয়ের জয়ের জন্য দরকার ২৪ রান। হাতে ৪ উইকেট।
১৮ ওভার শেষে ১১৮ রানে ৬ উইকেট মুম্বই। শেষ ২ ওভারে দরকার ৩৯ রান।
৪ রান করে রান আউট হলেন ক্রুণাল পান্ডিয়া।
১৫ রান করে হ্যাজেলউডের বলে আউট হলেন কায়রন পোলার্ড।
মুম্লই ইনিংসের রাশ ধরলেন সৌরভ তিওয়ারী ও কায়রন পোলার্ড। ১২ ওভারে ৮৪ রানে ৪ উইকেট মুম্বই।
ডোয়েইন ব্রাভোর বলে ১১ রান করে আউট হলেন ইশান কিষাণ।
মুম্বই চেন্নাইয়েপ হাড্ডাহাড্ডি লড়াই। ৯ ওভার শেষে ৫৪ রানে ৩ উইকেট মুম্বই ইন্ডিয়ান্স।
৩ রান করে আউট সূর্যকুমার যাদব। ৬ ওভার শেষে মুম্বই ৪১ রানে ৩ উইকেট।
অনমমোলপ্রীতকে বোল্ড করলেন দীপক চাহার। ৫ ওভার শেষে মুম্বই ৩৫ রানে ২ উইকেট।
হ্যাজেলউডের চতুর্থ ওভারে একটি ছয় ও একটি চার মারলেন অনমোলপ্রীত সিং। ৪ ওভার শেষে ৩৪ রানে এক উইকেট মুম্বই।
১১ বলের ১৭ রানের ইনিংস খেলে আউট ডিকক। উইকেট নিলেন দীপক চাহার।
মুম্বইয়ের হয়ে ওপেন করছেন রোহিত শর্মা ও অনমোলপ্রীত সিং। প্রথম ওভারের শেষে মুম্বই বিনা উইকেট ২।
ঋতুরাজ গায়কোয়াড়ের অনবদ্য ব্য়াটিং। অপরাজিত ৮৮ রানের ইনিংস। যোগ্য সঙ্গত জাদেজা ও ব্রাভোর। ২০ ওভারে ১৫৬ রান করল সিএসকে।
শেষে ব্য়াট হাতে ঝড় তুললেন ব্রাভো ও ঋতুরজা। ১৯ তম ওভারে ২টি ছয় মারলেন ব্রাভো ও একটি ঋতুরাজ।
এসেই ছক্কা হাঁকালেন ব্রাভো, ১৮ ওভার শেষে ১১৭ রানে ৫ উইকেট সিএসকে।
ঋতুরাজের লড়াকু ইনিংস। ১৭ ওভার শেষে সিএসকে ১০৭ রানে ৫ উইকেট।
২৬ রান করে বুমরার বলে ক্যাচ আউট হলেন জাদেজা।
বিপদের সময় লড়াকু ইনিংস। অনবদ্য অর্ধশতরান ঋতুরাজ গায়কোয়াড়ের।
ঋতুরাজ ও জাদেজার লড়াকু পার্টনারশিপ। ১৫ ওভার শেষে সিএসকে ৮৭ রানে ৪ উইকেট।