আইপিএলের দ্বিতীয় পর্বে প্রথম জয় কেকেআরের। ৯ উইকেটে জয় পেল ইয়ন মর্গ্যানের দল। ৪৮ রান করে গিল আউট হলেও ৪১ রানের অপরাজিত ইনিংস খেললেন ভেঙ্কটেশ আইয়র।
- Home
- Sports
- Cricket
- IPL Live Update- মরুদেশে দুরন্ত কেকেআর, প্রথম ম্য়াচে আরসিবিকে ৯ উইকেটে হারাল নাইটরা
IPL Live Update- মরুদেশে দুরন্ত কেকেআর, প্রথম ম্য়াচে আরসিবিকে ৯ উইকেটে হারাল নাইটরা
প্রথম পর্বের ব্যর্থতা ভুলে দ্বিতীয় পর্বে ঘুড়ে দাঁড়ানোই লক্ষ্য কেকেআরের। শেষ চারের যোগ্যতা অর্জন করতে হলে দ্বিতীয় পর্বে ৭টি ম্য়াচের মধ্যে ৫ থেকে ৬টি ম্যাচ জিততে হবে নাইটদের। আরব আমিরশাহিতে সম্পূর্ণ নতুন কেকেআরকে দেখতে পাওয়া যাবে বলে ইতিমধ্যেই দাবি করেছে কেকেআরে র একাধিক প্লেয়ার। অনুশীলনেও নিজেদের সেরাটা উজার করে দিয়েছে কেকেআর প্লেয়াররা। অপরদিকে,প্রথম পর্বের দুরন্ত ফর্ম ধরে রাখাই লক্ষ্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। আর মাত্র ৩টি ম্যাচে জয় পেলেই শেষ চারের টিকিট পাকা হয়ে যাবে বিরাট কোহলির দলের। প্রথম পর্বে দলের সর্বোচ্চ রান স্কোরার ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় পর্বেও তার ব্যাটে ঝড় দেখার অপেক্ষায় আরসিবি ফ্যানেরা।
- FB
- TW
- Linkdin
৪৮ রান করে চাহলের বলে আউট হলেন শুভমান গিল।
জয়ের দোরগোরায় কেকেআর। ৯ ওভার শেষে বিনা উইকেটে ৮২ কেকেআর।
অনবদ্য পার্টনারশিপ শুভমান গিল ও ভেঙ্কটেশ আইয়রের। ৮ ওভার শেষে কেকেআর বিনা উইকেটে ৭৫।
চাহলের প্রথম ওভারে এল ১১ রান। জোড়া চার মালরেন গিল। পাওয়ার প্লে শেষে কেকেআর বিনা উইকেটে ৫৬।
পঞ্চম ওভারে জেমিসনকে একটি বিশাল ছক্কা ও চার মারলেন ভেঙ্কটেশ আইয়র। ৫ ওভার শেষে কেকেআর ৪৫।
অননবদ্য ব্য়াটিং করছেন শুভমান গিল ও ভেঙ্কটেশ আইয়র। চতুর্থ ওভার শেষে বিনা উইকেটে ২৯ কেকেআর।
ছোট টার্গেটের হয়ে খেলতে নেমে ভালো শুরু কেকেআরের। দ্বিতীয় ওভার শেষে কেকেআর ২০ বিনা উইকেটে।
প্রথম ওভারেই মহম্মদ সিরাজকে জোড়া চার মারলেন ভেঙ্কটেশ আইয়র। প্রথম ওভার শেষে ১০ কেকেআর।
নিজের তৃতীয় উইকেট নিলেন আন্দ্রে রাসেল। ৯২ রানে অলআউট আরসিবি। কেকেআরের টার্গেট ৯৩।
কেকেআরের দরকার শেষ উইকেট। ১৮ ওভার শেষে ৯ উইরেটে ৮৯ আরসিবি।
লকি ফার্গুসনের বোল্ড হার্সব প্যাটেল। ১২ রান করলেন তিনি। আরসিবি ৮৩ রানে ৯ উইকেট।
৪ রান করে রান আউট হলেন কাইল জেমিসন।
লড়াই করছে আরসিবির টেলেন্ডাররা। ১৫ ওভার শেষে আরসিবি ৭৫ রানে ৭ উইকেট।
সচিন বেবিকে ৭ রানে আউট করে প্যাভেলিয়নে পাঠালেন বরুণ চক্রবর্তী।
ম্যাচের রাশ পুরোপুরি কেকেআরের হাতে। ১৩ ওভার শেষে ৬ উইকেটে ৬৬ আরসিবি।
অভিষেক ম্যাচে প্রথম বলেই আউট হলেন হাসারাঙ্গা। বরুণ চক্রবর্তীর শিকার হলেন তিনি।
১২ তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হলেন গ্লেন ম্যাক্সওয়েল। ১০ রান করলেন তিনি।
পরপর উইকেট হারিয়ে চাপে আরসিবি। ১০ ওভার শেষে ৫৪ রানে ৪ উইকেট আরসিবি।
একই ওভারে দ্বিতীয় উইকেট আন্দ্রে রাসেলের। প্রথম বলেই বোল্ড করে দিলেন ডিভিলিয়ার্সকে। ৯ ওভার শেষে ৫২ রানে ৪ উইকেট আরসিবি।