এবারই প্রথমবার আইপিএল নিলামে নিজের নাম তুলেছিলেন অর্জুন তেন্ডুলকর। ২০ লক্ষ টাকা বেস প্রাইজ দিয়েই তাকে কিনল সচিন তেন্ডুলকরের প্রাক্তন ও ঘরের দল মুম্বই ইন্ডিয়ান্স।
আইপিএলের নিলাম ২০২১ এবার অনুষ্ঠিত হচ্ছে চেন্নাইতে। এবারের এই আইপিএল নিলাম আকর্ষণ তৈরি করেছে ক্রিকেট মহলে। কারণ প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের বহু ক্রিকেটারকে রিলিজ করে দিয়েছে। যার ফলে আইপিএল নিলামে এবার তারকাদের ছড়াছড়ি। বহু ক্রিকেটারকে রিলিজ করে দেওয়ায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির হাতেও এসেছে অনেকটা অর্থ। তবে আইপিএল নিলামে দর তারাই পাবেন যারা প্রতিযোগিত চলাকালীন দলকে পুরোপুরি সার্ভিস দিতে পারবেন এবং ইউটিলিটি প্লেয়ার হিসেবে চিহ্নিত হবেন। এবারে আইপিএল নিলামের সর্বোচ্চ বেস প্রাইজের দলে যে সব ক্রিকেটাররা রয়েছেন তাদের মধ্যে অনেকেরই কিন্তু তারকা তকমা নেই। অতীতেও দেখা গিয়ছে আইপিএল নিলামে তারাই দর হাকিয়েছেন যারা প্রতিয়োগিতা চলাকালীন তাদের অ্যাভেবেলিবিলিট এবং ইউটিলিটি প্লেয়ার হিসেবে গণ্য হওয়ার মত মশালা থাকার প্রমাণ দিতে পেরেছেন। ২০২০ আইপিএল অতিমারীর কারণে বিদেশে করতে হয়েছিল। এবারের আইপিএলের ভবিষ্যৎ দেশে না বিদেশের মাটিতে তা এখনও পরিষ্কার নয়। কিন্তু সন্দেহ নেই ক্রিকেট গ্ল্যামারের সর্বোচ্চ আকর্ষণে থাকা এই মিলিয়ন ডলারের আইপিএলকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।
এবারই প্রথমবার আইপিএল নিলামে নিজের নাম তুলেছিলেন অর্জুন তেন্ডুলকর। ২০ লক্ষ টাকা বেস প্রাইজ দিয়েই তাকে কিনল সচিন তেন্ডুলকরের প্রাক্তন ও ঘরের দল মুম্বই ইন্ডিয়ান্স।
প্রথমে আনসোল্ড থাকলেও, নিলামে হরভজনকে ২ কোটি টাকায় কিনে সকলকে চমক দিল কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও করুণ নায়ার ও বেন কাটিংকেও দলে নিল কেকেআর।
কাইল জেমিসন এবার আইপিএল নিলামে বড় নাম হতে চলেছে সেটা জানাই ছিল। অবশেষে দীর্ঘ দড়ি টানাটানির পর অবশেষে ১৫ কোটি টাকা দিয়ে কিউই তারকাকে দলে নিল আরসিবি।
এবার আইপিএলে নিলামে নিজের নাম তুলেছিলেন ভারতীয় টেস্ট দলের স্তম্ভ চেতশ্বর পুজারা। তাকে ৫০ লক্ষ টাকা দিয়ে কিনল চেন্নাই সুপার কিংস।
বিদেশি অনক্যাপড প্লেয়ারদের মধ্যে আইপিএল ইতিহাসে রেকর্ড গড়লেন রিলে মেয়ারডিথ। সর্বোচ্চ ৮ কোটি টাকায় তাকে দলে নিল পঞ্জাব কিংস।
ভারতীয় অনক্যাপড প্লেয়ারদের মধ্যে ইতিহাস রচনা করলেন কৃষ্ণাপ্পা গৌতম। আইপিএলের ইতিহাসে ভারতীয় আনক্যাপড প্লেয়ারদের মধ্যে সবথেকে বেশি ৯.২৫ কোটি টাকা দিয়ে তাকে দলে নিল চেন্নাই সুপার কিংস।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে উল্লেখজনক পারফরমেন্স করেছিলেন শাহরুখ খান। আইপিএলে তার বেস প্রাইজ ছিল মাত্র ২০ লক্ষ টাকা। দড়ি টানাটানির পর শাহরুখকে ৫.২৫ কোটি টাকা দিয়ে দলে নিল পঞ্জাব কিংস।
গত মরসুমে কেকেআর থেকে সিএসকে-তে গিয়েছিলেন পীযুশ চাওলা। এই মরসুমে তাকে রিলিজ করে সিএসকে। ভারতীয় লেগ স্পিনারকে ২.৪০ কোটি টাকা দিয়ে কিনল মু্ম্বই ইন্ডিয়ান্স।
করোনার কারণে গত মরসুমে আইপিএলে খেলেননি হরভজন সিং। তাকে এইবছর রিলিজ করে দেয় সিএসকে। নিলামে ভাজ্জির বেস প্রাইজ ছিল ২ কোটি টাকা। কিন্তু কোনও দলই তাকে নিতে আগ্রহ প্রকাশ করেনি।
গত মরসুমেও মুম্বইতে ছিলেন অজি পেসার ন্যাথান কুল্টারনাইল। তবে এই মরসুমে নিলামের আগে তাকে রিলিজ করে মুম্বই। নিলামে তাকে ফের ৫ কোটি টাকা দিয়ে কিনে নিল ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।
১.৫০ কোটি টাকা তার বেস প্রাইজ ছিল। তবে অস্ট্রেলিয়ার জাই রিচার্ডসন যে এবারের আইপিএলে দর হাকাতে চলেছে জাই রিচার্ডসন। ১৪ কোটি টাকায় তাকে দলে নিল পঞ্জাব কিংস।
গত মরসুমে পঞ্জাবে ছিলেন। এই মরসুমে তাকে রিলিজ করে দল। ১ কোটি টাকায় মুস্তাফিজুরকে দলে নিল রাজস্থান রয়্যালস।
৩.২০ কোটি টাকায় অ্যাডাম মিলনেকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
ভাবা হয়েছিল ইংল্যান্ডের অ্যাটাকিং ব্যাটসম্যান ডেভিড মালানকে নিয়ে আইপিএল নিলামে দড়ি টানাটানি হবে। কিন্তু তার বেস প্রাইজ ১.৫০ কোটিতেই তাকে কিন নিল পঞ্জাব কিংস।
এতদিন পর্যন্ত আইপিএলের ইতিহাসে সব থেকে দামি প্লেয়ার ছিলেন যুবরাজ সিং। ১৬ কোটি টাকা দর উঠেছিল তার। এবার সেই রেকর্ড ভাঙলেন ক্রিস মরিস। গত মরসুমে আরসিবিতে
ছিলেন প্রোটিয়া তারকা। এবছর তাকে রিলিজ করা হয়। রেকর্ড ১৬.২৫ কোটি টাকা দিয়ে তাকে দলে নিল রাজস্থান রয়্যালস।
গত মরসুমে আরসিবিতে ছিলেন শিবম দুবে। তাকে এবছর রিলিজ করে বিরাটের দল। তবে এবার ৪.৪০ কোটিতে তাকে দলে নিল রাজস্থান রয়্যালস।
নিলামের আগে একাধিক প্লেয়ার ছেড়েছিল সিএসকে। ম্য়াক্সওয়েল জন্য লড়াই করলেও, শেষ পর্যন্ত টাকার অভাবে দলে নিতে পারেননি। ব্রিটিশ তারকা মইন আলিকে ৭ কোটি টাকা দিয়ে কিনল ধোনির দল।
নির্বাসনের কারণে গত আইপিএলে খেলতে পারেননি। এর আগে কেকেআর ও রাজস্থানের হয়ে খেলেছেন শাকিব আল হাসান। কেকেআরের আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন। এবার ফের কেকেআরে ফিরলেন তারকা অলরাউন্ডার। ৩.২০ কোটি টাকা দিয়ে তাকে দলে নিল নাইটরা।
নিলামের আগেই জানিয়েছিলেন তিনি বিরাট কোহলির দলে খেলতে চান। আর নিলামে তাকে নিল আরসিবি। চেন্নাইয়ের সঙ্গে দীর্ঘ দড়িটানাটানির পর অবশেষে ১৪.২৫ কোটি টাকায় ম্য়াক্সওয়েলকে দলে নিল আরসিবি।
রাজস্থান রয়্যালস তাকে ছেড়ে দিলেও, এবার স্টিভ স্মিথকে লুফে নিল দিল্লি ক্যাপিটালস। ২.২০ কোটি টাকায় তাকে দলে নিল কোচ রিকি পন্টিংয়ের দল।