সংক্ষিপ্ত

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। অজিদের সেমি ফাইনালে যাওয়ার আশা বেঁচে থাকল।

সিডনির ভুল আর হল না পারথে, জয়ে ফিরল টি-২০ ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়নরা। ঘরের মাঠে এবারের টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই গতবারের রানার্স নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে শুরুটা খারাপ করেছিল অস্ট্রেলিয়া। সেমি ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে মঙ্গলবার পারথে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হত অ্যারন ফিঞ্চের দলকে। ৭ উইকেটে জিতে ঘুরে দাঁড়াল অজিরা। এদিন ম্যাচের আগেই স্পিনার অ্যাডাম জাম্পার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে বাদ দিয়ে দল সাজান ফিঞ্চ। জাম্পার বদলে সুযোগ দেওয়া হয় অপর এক স্পিনার অ্যাশটন আগরকে। তিনি খারাপ বল করেননি। ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন। এই জয়ের ফলে সুপার ১২ গ্রুপ ১-এ ২ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে উঠে এল অস্ট্রেলিয়া। গ্রুপের শীর্ষে থাকা নিউজিল্যান্ড, দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড এবং তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কারও পয়েন্ট ২। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড অবশ্য একটি করে ম্যাচ খেলেছে। এই দুই দল রান রেটে এগিয়ে। শ্রীলঙ্কার রান রেটও অস্ট্রেলিয়ার চেয়ে ভাল। 

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুতে কুশল মেন্ডিসের (৫) উইকেট হারালেও, ওপেনার পথুম নিশাঙ্ক (৪০) ও ৩ নম্বরে নামা ধনঞ্জয় ডি সিলভা (২৬) জুটি শ্রীলঙ্কাকে ভাল জায়গায় পৌঁছে দেয়। চার নম্বরে নামা চরিত আসালাঙ্কা ৩৮ রানে অপরাজিত থাকেন। চামিকা করুণারত্নে ১৪ রানে অপরাজিত থাকেন। ভানুকা রাজাপক্ষ ৭, অধিনায়ক দাসুন শনাকা ৩, ওয়ানিন্দু হাসারঙ্গা ১ রান করেন। অজিদের হয়ে একটি করে উইকেট নেন জশ হ্যাজেলউড,প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, আগর ও গ্লেন ম্যাক্সওয়েল। শ্রীলঙ্কা নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান করে। 

রান তাড়া করতে নেমে বিশেষ সমস্যায় পড়তে হয়নি অজিদের। ওপেনার ডেভিড ওয়ার্নার ১১, অপর ওপেনার ফিঞ্চ অপরাজিত ৩১, মার্শ ১৭, ম্যাক্সওয়েল ২৩ ও মার্কাস স্টোইনিস অপরাজিত ৫৯ রান করেন। ১৬.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

টি-২০ বিশ্বকাপে অজিদের পরের ম্যাচ শুক্রবার। এই ম্যাচে তাদের লড়াই ইংল্যান্ডের সঙ্গে। অন্যদিকে, শ্রীলঙ্কার পরের ম্যাচ শনিবার নিউজিল্যান্ডের সঙ্গে। বুধবার ইংল্যান্ড-আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। এই গ্রুপের বেশিরভাগ দলই শক্তিশালী। ফলে কারও লড়াই সহজ নয়।

আরও পড়ুন-

টি-২০ থেকে অবসর নিন বিরাট, পরামর্শ শোয়েব আখতারের 

 

বিশ্বকাপে ভরাডুবি, ক্যারিবিয়ান কোচের পদ ছাড়লেন ফিল সিমন্স 

 

ভবিষ্যতে ভারতের অধিনায়ক হার্দিক, একমত আক্রম-ওয়াকার