বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার অসামান্য লড়াইয়ের সুবাদে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে দিল ভারত। শেষ বলে এল জয়। বিরাট ৮২ রানে অপরাজিত থাকেন।
Live: Ind Vs Pak: শেষ বলে জয় ছিনিয়ে নিল ভারত
রবিবার টি-২০ বিশ্বকাপে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দু'দলেরই এটা এবারের টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ। সুপার ১২ গ্রুপ ২-এর এই ম্যাচ ঘিরে মেলবোর্নে উত্তেজনা তুঙ্গে। শুধু মেলবোর্নেই নয়, সারা বিশ্বে ছড়িয়ে থাকা ভারত-পাকিস্তানের সমর্থকরা এই ম্যাচ নিয়ে উত্তেজিত। সকাল থেকেই এমসিজি-তে ভিড় জমিয়েছেন দর্শকরা। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির কথা বলা হলেও, শনিবার রাত থেকে মেলবোর্নে নতুন করে বৃষ্টি হয়নি। আকাশ মেঘলা থাকলেও, বৃষ্টি না হওয়ায় দর্শকরা স্বস্তিতে। সবারই আশা, এদিন বিকেলে বৃষ্টি হবে না এবং ম্যাচ নির্দিষ্ট সময় অনুযায়ীই হবে। দু'দলের ক্রিকেটাররাই মাঠে নামার জন্য তৈরি। ভারতীয় দলে আছেন বাংলার পেসার মহম্মদ শামি। তাঁর উপর ভরসা রাখছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর আশা, দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে নিজেকে মেলে ধরবেন শামি। ভারতীয় দলের বাকি ক্রিকেটাররাও পাকিস্তানকে হারাতে তৈরি।
- FB
- TW
- Linkdin
শেষ ওভারের প্রথম বলেই আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। তিনি করেন ৩৭ বলে ৪০ রান। ক্রিজে এসেছেন দীনেশ কার্তিক।
টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেতে হলে শেষ ওভারে ভারতকে করতে হবে ১৬ রান। ক্রিজে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। জয়ের আশায় ভারতীয় শিবির।
চাপের মুখো অর্ধশতরান করলেন বিরাট কোহলি। তিনি হার্দিক পান্ডিয়াকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। এখনও জয়ের আশায় ভারত।
১৫ ওভারের শেষ ভারতের স্কোর ৪ উইকেটে ১০০। ক্রিজে বিরাট কোহলি (৪৩) ও হার্দিক পান্ডিয়া (৩২)। জয়ের জন্য শেষ ৫ ওভারে ভারতের দরকার ৬০ রান।
১২-তম ওভারে মহম্মদ নওয়াজের ২০ রান নিলেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। বিরাট একটি ও হার্দিক জোড়া ছক্কা মারেন। লড়াই করছে ভারতীয় দল।
৪ উইকেট পড়ে যাওয়ার পর পাল্টা লড়াই শুরু করেছেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। এই জুটির উপরেই এখন ভারতীয় দলের ভাগ্য নির্ভর করছে। এই জুটি টিকে গেলে ভারতের জয়ের আশা থাকবে।
রান আউট হয়ে গেলেন অক্ষর প্যাটেল (২)। ৩১ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো চাপে ভারতীয় দল। ক্রিজে বিরাট কোহলি (৫) ও হার্দিক পান্ডিয়া (০)। এই জুটির উপর ম্যাচের ভাগ্য নির্ভর করছে।
৬ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ৩১। ক্রিজে বিরাট কোহলি (৫) ও অক্ষর প্যাটেল (২)। জয়ের জন্য ভারতের দরকার ৮৪ বলে ১২৯ রান।
প্রত্যাশা পূরণ করতে পারলেন না সূর্যকুমার যাদব। শুরুটা ভাল করেও, ১৫ রান করেই আউট হয়ে গেলেন তিনি। ২৬ রানে ৩ উইকেট হারাল ভারত।
মাত্র ৪ রান করেই ফিরে গেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ১০ রানে ২ উইকেট হারাল ভারত। পরপর ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গেল ভারতীয় দল।
ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারে ৪ রান করে নাসিম শাহের বলে আউট হয়ে গেলেন কে এল রাহুল। ৭ রানে প্রথম উইকেট হারাল ভারত। ৩ নম্বরে ব্যাট করতে নেমেছেন বিরাট কোহলি।
শান মাসুদের অপরাজিত ৫২ ও ইফতিকার আহমেদের ৫১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করল পাকিস্তান। ভারতের হয়ে ৩ উইকেট করে নেন হার্দিক পান্ডিয়া ও আর্সদীপ সিং। ১ উইকেট করে নেন মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার। ভারতের টার্গেট ১৬০।
৪০ বলে ৫০ পূর্ণ করলেন পাকিস্তানের বাঁ হাতি ব্যাটার শান মাসুদ। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে তিনি শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁর এই ইনিংসের জন্যই ভদ্রস্থ জায়গায় পৌঁছে গেল পাকিস্তানের স্কোর।
হার্দিক পান্ডিয়ার পর এবার ৩ উইকেট নিলেন আর্শদীপ সিংও। তাঁর তৃতীয় শিকার হলেন আসিফ আলি (২)। ১২০ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান।
৩ উইকেট নিলেন হার্দিক পান্ডিয়া। তিনি এবার ফিরিয়ে দিলেন মহম্মদ নওয়াজকে (৯)। ১১৫ রানে ৬ উইকেট হারাল পাকিস্তান।
১৪-তম ওভারে বোলিং করতে এসে ২ উইকেট নিলেন হার্দিক পান্ডিয়া। প্রথমে শাদাব খান এবং শেষ বলে হায়দার আলিকে (২) আউট করে দিলেন হার্দিক। দুই ক্ষেত্রেই ক্যাচ নিলেন সূর্যকুমার যাদব। ৯৮ রানে ৫ উইকেট হারাল পাকিস্তান।
ইফতিকার আহমেদ ফিরে যাওয়ার পরেই ফের উইকেট হারাল পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন শাদাব খান (৫)। ৯৬ রানে ৪ উইকেট হারাল পাকিস্তান।
৩৪ বলে ৫১ রান করে মহম্মদ শামির বলে এলবিডব্লু হয়ে গেলেন ইফতিকার আহমেদ। ৯১ রানে ৩ উইকেট হারাল পাকিস্তান। তবে প্রাথমিক ধাক্কা সামলে রান করছে পাকিস্তান।
১০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৬০। ক্রিজে শান মাসুদ (২৯) ও ইফতিকার আহমেদ (২১)। এই জুটি ক্রমশঃ জমে উঠছে। দ্রুত এই জুটি ভাঙতে হবে ভারতের বোলারদের।