৭ বল বাকি থাকতেই নিউজিল্যান্ডকে ৮ উইকেট হারিয়ে টি২০ বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া।
- Home
- Sports
- Cricket
- T20 WC 2021, Final, Live Update -দুরন্ত মার্শ-ওয়ার্নার, ৮ উইকেটে কিউইদের হারিয়ে টি২০ বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার
T20 WC 2021, Final, Live Update -দুরন্ত মার্শ-ওয়ার্নার, ৮ উইকেটে কিউইদের হারিয়ে টি২০ বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার

টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড (Australia vs New Zealand)। ফাইনাল ম্যাচের প্রতিমুহূর্তের লাইভ আপডেট (Live Update) পান এখানে।
টি২০-তে বিশ্বজয় অস্ট্রেলিয়া
১৮ ওভার শেষে ১৬২ অজিরা
জয়ের দোরগোড়া. অস্ট্রেলিয়া। ২ ওভারে দরকার ১১ রান।
১৭ ওভার শেষে ১৫৯ অস্ট্রেলিয়া
ম্যাচ হাতের মুঠোয় অজিদের। ৩ ওভারে দরকার ১৪ রান।।
১৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৩৬ রানে ২ উইকেট
ম্যাচ নিজেদের মুঠোয় নিচ্ছে অস্ট্রেলিয়া। ১৫ ওভার শেষে ১৩৬। দরকার ৩০ বলে ৩৭।
১৪ ওভার শেষে ১২৫ অস্ট্রেলিয়া
ওয়ার্নারের উইকেট হারালেও বিধ্বংসী ব্য়াটিং চালিয়ে যাচ্ছেন মিচেল মার্শ। সোধির ওভারে নিলেন ১৬ রান। পূরণ করলেন নিজের অর্ধশতরান। ১৪ ওভার শেষে অস্ট্রেলিয়া ১২৫ রানে ২ উইকেট। ৩৬ বলে দরকার ৪৮ রান।
আউট ডেভিড ওয়ার্নার
৫৩ রান করে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হলেন ওয়ার্নার। অস্ট্রেলিয়া ১০৭ রানে ২উইকেট।
১২ ওভার শেষে ১০৬ অস্ট্রেলিয়া
জয়ের লক্ষ্য়ে এগোচ্ছে অস্ট্রেলিয়া। ১২ ওভার শেষে ১ উইকেটে ১০৬। ৪৮ বলে দরকার ৬৭ রান।
অর্ধশতরান ডেভিড ওয়ার্নারের
৩৪ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করলেন ডেভিড ওয়ার্নার। ৪টি চার ও ৩টি ছয় মারেন তিনি। ১১ ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটে। ৯৭
১০ ওভার শেষে ৮২ রান অস্ট্রেলিয়া
১০ ওভার শেষে অস্ট্রেলিয়া ৮২।দুরন্ত পার্টনারশিপ গড়ছেন মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার।
নবম ওভারে এল ১৭
ইশ সোধির নবম ওভারে এল ১৭ রান। ২টি চার ও একটি ছয় মারেন ওয়ার্নার।৯ ওভার শেষে অস্ট্রেলিয়া ৭৭।
৮ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬০
৮ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬০
পাওয়ার প্লে শেষে অস্ট্রেলিয়া ৪৩
শেষ হল অস্ট্রেলিয়ার পাওয়ার প্লে । ৬ ওভার শেষে অজিরা ৪৩ রানে ১ উইকেট।
৫ ওভার শেষে ৪০ অস্ট্রেলিয়া
সাউদির পঞ্চম ওভারে এল ১০ রান। একটি বিশাল ছক্কা মারলেন ওয়ার্নার। অস্ট্রেলিয়া ১ উইকেটে ৪০।
চতুর্থ ওভার এল ১৫ রান
অ্যাডাম মিলনে বল করতে আসেন চতুর্থ ওভার।তাকে প্রথম ৩ বলে ১৪ রান মারেন মিচেল মার্শ। ওভারে আসে ১৫। ৪ ওভারে শেষে ১ উইকেট হারিয়ে অজিরা ৩০।
৩ ওভার শেষে ১৫ অস্ট্রেলিয়া
ওয়ার্নারের উইকেট হারিয়ে ৩ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৫।
আউট অ্য়ারন ফিঞ্চ
তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে প্রথম উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। ৫রান করে আউট হলেন ফিঞ্চ।
দ্বিতীয় ওভারে ২টি চার মারলেন ওয়ার্নার
দ্বিতীয় ওভারে টিম সাউদির বলে দুটি চার মারলেন ওয়ার্নার। ২ ওভার শেষে ১১ বিনা উইকেট অস্ট্রেলিয়া।
প্রথম ওভার শেষে ১ রান অস্ট্রলিয়া
১৭৩ রান তাড়া করতে নেমে প্রথম ওভার শেষে১রান অস্ট্রেলিয়া। ব্যাট করছেন ওয়ার্নার ও ফিঞ্চ।
১৭২-৪-এ শেষ নিউজিল্যান্ড
শেষ দুই ওভারে খুব বেশি রান উঠল না। ১৭২-৪ রানে শেষ করল নিউজিল্যান্ড। ১৯তম ওভারে কামিন্সকে নিশাম একটি ছয় মারলেও, ওভার থেকে এল ১৩ রান। আর শেষ ওভারে ১টি চার-সহ স্টার্ক দিলেন ১০ রান।
২০ ওভার শেষে স্কোর
নিউজিল্যান্ড ১৭২-৪
জেমস নিশাম ১৩(৭)
টিম সেফার্ট ৮(৬)
অসাধারণ কেন উইলিয়ামসন
কেন উইলিয়ামসনের করা ৮৫ রানই টি২০ বিশ্বকাপের ফাইনালে কোনও ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রান। ২০১৬ সালের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ঠি ৮৫ রানই করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের মার্লন স্যামুয়েলস।