২৮ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয় পেল ভারত। কেএল রাহুল অপরাজিত ৫৪ ও সূর্যকুমার যাদব অপরাজিত ২৫।
- Home
- Sports
- Cricket
- T20 WC 2021, India vs Namibia, Live - জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল ভারত, নামিবিয়াকে হারাল ৯ উইকেটে
T20 WC 2021, India vs Namibia, Live - জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল ভারত, নামিবিয়াকে হারাল ৯ উইকেটে
টি২০ বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021)-এর সুপার ১২ পর্বের শেষ ম্যাচে, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে, মুখোমুখি ভারত (India) এবং নামিবিয়া (Namibia)। ম্য়াচের প্রতি মুহূর্তের লাইভ আপডেট (Live Update) পেতে চোখ রাখুন এখানে।
- FB
- TW
- Linkdin
৩৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন কেএল রাহুল। জয়ের দোরগোড়ায় ভারত।
১৩ ওভার শেষে ১১৩ রানে ১ উইকেট বারত। দুরন্ত ব্যাটিং রাহুল ও সূর্যকুমারের।
১১ ওভার শেষে ভারত ১ উইকেটে ৯৬। ব্যাট করছেন কেএল রাহুল ও সূর্যকুমার যাদব।
৩৭ বলে ৫৬ রান ফ্রাইলিঙ্কের বলে আউট হলেন রোহিত শর্মা।
৩১ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন রোহিত শর্মা। ভারত ৮ ওভার শেষে৭০।
৬ ওভার শেষে ভারত বিনা উইকেটে ৫৪। ৩৯ রোহিত, রাহুল ১৫।
ঝোড়ো ব্যাটিং রোহিতের । পঞ্চম ওভারে একটি ৬ ও একটি চার মারলেন হিটম্যান। ৫ ওভার শেষে ভারত ৪৪
৪ ওভার শেষে ভারত বিনা উইকেটে ৩৩। রোহিত নট আউট ২৬, রাহুল নট আউট ৭।
দ্বিতীয় ওভারে একটি চার ও একটি ছয় মারলেন রোহিত শর্মা। ভারত বিনা উইকেটে ১৭ রান।
ওপেন করছেন রোহিত-রাহুল। ভারত প্রথম ওভার শেষে ৬।
শামির শেষ ওভারে এল ১৩ রান। ২০ ওভার শেষে নামিবিয়া করল ৮ উইকেটে ১৩২।
২৬ রান করে বুমরার বলে আউট হলে ডেভিড উইজি। ১৯ ওভার শেষে নামিবিয়া ১১৯ রান ৮ উইকেট।
শেষের দিকে একটু বাড়ল রানের গতিবেগ। ১৮ ওভার শেষে নামিবিয়া ৭ উইকেটে ১১৪।
প্রথম বলেই জ্যান গ্রিণকে বোল্ড করলেন অশ্বিন। নিজের তৃতীয় উইকেট নিলেন তিনি। ৯৪ রানে ৭ উইকেট নামিবিয়া। ১৬ ওভার শেষে ৯৫ রানে ৭ উইকেট নামিবিয়া।
৯ রান করে রবীন্দ্র জাদেজার তৃতীয় শিকার হলেন জেজে স্মিট। ১৫ ওভার শেষে ৬ উইকেটে ৯৩ নামিবিয়া।
১৪ ওভার শেষে নামিবিয়া ৫ উইকেট হারিয়ে ৯০। রাহুল চাহার নিজের ৪ ওভারে দিলেন ৩০ রান।
১২ করে অশ্বিনের বলে আউট হলেন এরাসমাস। ৭২ রানে ৫ উইকেট পড়ল নামিবিয়ার।
লড়াই করার চেষ্টা করছেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস ও ডেভিড উইজি। ১২ ওভার শেষে নামিবিয়া ৪ উইকেটে ৬৭।
প্রথম ১০ ওভার শেষে নামিবিয়া ৫১ রানে ৪ উইকেট।