২৮ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয় পেল ভারত। কেএল রাহুল অপরাজিত ৫৪ ও সূর্যকুমার যাদব অপরাজিত ২৫।
- Home
- Sports
- Cricket
- T20 WC 2021, India vs Namibia, Live - জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল ভারত, নামিবিয়াকে হারাল ৯ উইকেটে
T20 WC 2021, India vs Namibia, Live - জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল ভারত, নামিবিয়াকে হারাল ৯ উইকেটে

টি২০ বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021)-এর সুপার ১২ পর্বের শেষ ম্যাচে, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে, মুখোমুখি ভারত (India) এবং নামিবিয়া (Namibia)। ম্য়াচের প্রতি মুহূর্তের লাইভ আপডেট (Live Update) পেতে চোখ রাখুন এখানে।
সহজ জয় পেল ভারত
অর্ধশতরান কেএল রাহুলের
৩৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন কেএল রাহুল। জয়ের দোরগোড়ায় ভারত।
১৩ ওভার শেষে ১১৩ ভারত
১৩ ওভার শেষে ১১৩ রানে ১ উইকেট বারত। দুরন্ত ব্যাটিং রাহুল ও সূর্যকুমারের।
১১ ওভার শেষে ভারত ৯৬
১১ ওভার শেষে ভারত ১ উইকেটে ৯৬। ব্যাট করছেন কেএল রাহুল ও সূর্যকুমার যাদব।
আউট রোহিত শর্মা
৩৭ বলে ৫৬ রান ফ্রাইলিঙ্কের বলে আউট হলেন রোহিত শর্মা।
হাফ সেঞ্চুরি রোহিত শর্মার
৩১ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন রোহিত শর্মা। ভারত ৮ ওভার শেষে৭০।
শেষ হল ভারতের পাওয়ার প্লে
৬ ওভার শেষে ভারত বিনা উইকেটে ৫৪। ৩৯ রোহিত, রাহুল ১৫।
৫ ওভার শেষে ভারত ৪৪
ঝোড়ো ব্যাটিং রোহিতের । পঞ্চম ওভারে একটি ৬ ও একটি চার মারলেন হিটম্যান। ৫ ওভার শেষে ভারত ৪৪
দুরন্ত শুরু রোহিত-রাহুলের
৪ ওভার শেষে ভারত বিনা উইকেটে ৩৩। রোহিত নট আউট ২৬, রাহুল নট আউট ৭।
দ্বিতীয় ওভারে এল ১১ রান
দ্বিতীয় ওভারে একটি চার ও একটি ছয় মারলেন রোহিত শর্মা। ভারত বিনা উইকেটে ১৭ রান।
প্রথম ওভার শেষে ভারত ৬
ওপেন করছেন রোহিত-রাহুল। ভারত প্রথম ওভার শেষে ৬।
শেষ ওভারে এল ১৩ রান
শামির শেষ ওভারে এল ১৩ রান। ২০ ওভার শেষে নামিবিয়া করল ৮ উইকেটে ১৩২।
অষ্টম উইকেট পড়ল নামবিয়ার
২৬ রান করে বুমরার বলে আউট হলে ডেভিড উইজি। ১৯ ওভার শেষে নামিবিয়া ১১৯ রান ৮ উইকেট।
১৮ ওভার শেষে নামিবিয়া ১১৪
শেষের দিকে একটু বাড়ল রানের গতিবেগ। ১৮ ওভার শেষে নামিবিয়া ৭ উইকেটে ১১৪।
এবার তৃতীয় উইকেট পেলেন অশ্বিন
প্রথম বলেই জ্যান গ্রিণকে বোল্ড করলেন অশ্বিন। নিজের তৃতীয় উইকেট নিলেন তিনি। ৯৪ রানে ৭ উইকেট নামিবিয়া। ১৬ ওভার শেষে ৯৫ রানে ৭ উইকেট নামিবিয়া।
জাদেজার তৃতীয় উইকেট
৯ রান করে রবীন্দ্র জাদেজার তৃতীয় শিকার হলেন জেজে স্মিট। ১৫ ওভার শেষে ৬ উইকেটে ৯৩ নামিবিয়া।
১৪ ওভার শেষে ৯০নামিবিয়া
১৪ ওভার শেষে নামিবিয়া ৫ উইকেট হারিয়ে ৯০। রাহুল চাহার নিজের ৪ ওভারে দিলেন ৩০ রান।
পঞ্চম উইকেট পড়ল নামিবিয়ার
১২ করে অশ্বিনের বলে আউট হলেন এরাসমাস। ৭২ রানে ৫ উইকেট পড়ল নামিবিয়ার।
১২ ওভার শেষে নামিবিয়া ৬৭
লড়াই করার চেষ্টা করছেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস ও ডেভিড উইজি। ১২ ওভার শেষে নামিবিয়া ৪ উইকেটে ৬৭।
শেষ হল ১০ ওভারের খেলা
প্রথম ১০ ওভার শেষে নামিবিয়া ৫১ রানে ৪ উইকেট।