সংক্ষিপ্ত

আইপিএলে ২০২২ (IPL 2022) শুরু হতে চলেছে ২৬ মার্চ থেকে। ২৭ তারিখ পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্য়াচ দিয়ে অভিযান শুরু করতে চলেছে আরসিবি (RCB)। তার আগে দলের সঙ্গে যোগ দিয়ে নিজের অনুভূতির কথা জানালেন বিরাট কোহলি (Virat Kohli)।
 

আর কয়েক দিনের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে আইপিএল ২০২২  (IPL 2022) । ইতিমধ্যেই সব দল তাদের অনুশীলন শুরু করে দিয়েছে। একে একে তাকে ক্রিকেটাররাও যোগ দিচ্ছেন নিজেদের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের (Royal Challengers Bangalore) সঙ্গে যোগ দিলেন তাদের মহাতারকা, বর্তমানে প্রাক্তন হলেও দীর্ঘদিনের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। এবারের আইপিএলের অনুভূতিটা একটু  আলাদা বিরাট কোহলির কাছে। কারণ এবার অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্য়াহতি নিয়েছেন বিরাট। চাপমুক্তভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ উপভোগ করার জন্য মুখিয়ে রয়েছেন বিরাট কোহলি। ফলে নতুন মরসুমের ভাবনা, পরিকল্পনা, নতুন অধিনায়কের অধীনে খেলা সবকিছু নিয়েই নিজের অভিজ্ঞতার কথা আরসিবিতে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন বিরাট কোহলি।

২০০৮ আইপিএলের প্রথম মরসুম থেকেই আরসিবির (RCB) হয়ে খেলছেন বিরাট কোহলি। ২০১৩ সালে তার কাঁধেই দেওয়া হয় অধিনায়কত্বের দায়িত্ব। তারপর ২০২১ সাল পর্যন্ত সামলেছেন সেই দায়িত্ব। বিরাটর ব্যাট একইরকমভাবে কথা বললেও,অধিনায়ক হিসেবে ভাঁড়ার ফাঁকা বিরাটের। ২০১৬ সালে দলকে ফাইনালে তুললেও ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হয়নি। এখনও নিজেদের প্রথম আইপিএল ট্রফি জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে আরসিবি। তবে গতমরসুমের অধিনায়কত্ব ছাড়েন বিরাট। এবার আরসিবির ব্যাটন দেওয়া হয়েছে নিলামে কেনা অভিজ্ঞ প্রোটিয়া তারকা ও সিএসকের দীর্ঘ দিনের প্লেয়ার ফাফ ডুপ্লেসিকে। তাই নতুন মরসুম শুরুর আগে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে বিরাট কোহলি বলেন,'অবিশ্বাস্য লাগছে। আবার আইপিএল চলে এল। নেতৃত্ব ছাড়ার পর নতুন শক্তি নিয়ে দলের সঙ্গে যোগ দিলাম। নেতৃত্ব ছাড়ায় আমার দায়িত্ব এবং কর্তব্য অনেক কমে গিয়েছে। দারুণ জীবন কাটাচ্ছি। আমাদের সন্তান হয়েছে। পরিবার হয়েছে। আমার কাছে জীবন এখন বেশ আনন্দের। খুশিতে ভরা। সন্তানের বড় হওয়া দেখতেও আমার দারুণ লাগছে।'

 

 

আইপিএলে তার লক্ষ্য ও নতুন অধিনায়কের অধীনে খেলা নিয়ে বিরাট বলেছেন,'আমার ফোকাস খুব পরিস্কার এবং আগের থেকে ছোট। জানি আমাকে কী করতে হবে। মজায় আছি। মাঠে নেমে উপভোগ করছি। এই দলের জন্য নিজের সবটা দেব। অনেক বছর পর বেশ চাপমুক্ত লাগছে।' এছাড়াও তিনি বলেছেন,‘নিলামে ফাফকে বেছে নেওয়া,আমাদের পরিকল্পনা খুবই পরিষ্কার ছিল। আমাদের এমন একজন ক্যাপ্টেন দরকার ছিল যিনি অত্যন্ত সম্মানিত। তিনি একজন টেস্ট অধিনায়ক এবং একজন অত্যন্ত সম্মানিত ক্রিকেটার। আরসিবিতে আমরা তার নেতৃত্ব নিয়ে উচ্ছ্বসিত। তিনি তার ভূমিকা খুব ভালোভাবে পালন করবেন। আমাদের সবার সাথে তার খুব ভালো সম্পর্ক। আমি নিশ্চিত ম্যাক্সি (গ্লেন ম্যাক্সওয়েল), দীনেশ কার্তিক এবং অন্য সব সতীর্থরা এই টুর্নামেন্টে তার অধিনায়কত্ব উপভোগ করবেন।’ ২৭ মার্চ পঞ্জব কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে আরসিবি।