কৃষি আইনে যদি কোনও সমস্যা থাকে তাহলে তাতে বদল আনতে কোনও সমস্যা নেই বলেও লোকসভায় জানিয়েছেন প্রধানমন্ত্রী।
- Home
- India News
- PM Modi Live - করোনা থেকে আত্মনির্ভর ভারত গঠন. লোকসভায় সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
PM Modi Live - করোনা থেকে আত্মনির্ভর ভারত গঠন. লোকসভায় সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বুধবার রায়গঞ্জে নির্বাচনী জনসভা করবেন মুখ্যমন্ত্রী। মমতার এই নির্বাচনী জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। রায়গঞ্জ স্টেডিয়ামে মঞ্চ তৈরি সহ পোস্টার লাগানোর কাজ চলছে জোরকদমে। এরপর ১১ ফেব্রুয়ারি মালদহে একটি সভায় বক্তব্য রাখবেন তিনি। অপরদিকে, বিজেপি সূত্রে খবর, ১৩ ফেব্রুয়ারি অবধি জেলায় ৩২৮ কিমি 'পরিবর্তন যাত্রা' করা হবে। সেখানে নের্তৃত্ব দেবেন বিজেপির শীর্ষ নের্তৃত্ব।
- FB
- TW
- Linkdin
লোকসভায় কৃষি আইনের পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে নিশানা করেন কংগ্রেসকে। তিনি বলেন কৃষি আইন নিয়ে কংগ্রস সমালোচনা করছে। কিন্তু সরকার কৃষকদের উন্নয়নের জন্যই এই ভূমিকা গ্রহণ করেছে বলেও দাবি করেন। কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগ করেন প্রধানমন্ত্রী। কৃষকদের বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আধার কার্ডের জন্যই টাকা দেওয়া গেছে দুঃস্থদের । জনঝন যোজনার সুফল করোনা-কালে পেয়েছেন দেশের আর্থিক পিছিয়ে পড়া মানুষ। লোকসভায় দাবে করেছেন প্রধানমন্ত্রী।
করোনাকালেই আত্মনির্ভর ভারত গঠনে অনেকটাই এগিয়ে গেছে দেশ।
লোকসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে নিন
স্বাধীনতার ৭৫তম বর্ষের দোরগোড়ায় দাঁডিয়ে রয়েছে ভারত।
উত্তর ২৪ পরগনার পলতায় রোড শো করছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পলতা থেকে শ্য়ামনগর পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তায় জনস্রোত।
'আমরা বাংলার ৪০ শতাংশ দারিদ্র কমিয়েছি', বললেন মমতা
আমাদের উপর ভরসা রাখুন। আমি আপনাদের পাহারাদার। সবার পাশে আছি। রায়গঞ্জে বললেন মমতা।
দেবতারা চলে গিয়ে বিজেপি নেতারা এসেছে, তোপ মমতার।
'ঘরে বসে ফেক ভিডিও বানিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে বিজেপি', ভোটের আগে অভিযোগ তুললেন মমতা
'উত্তরপ্রদেশে দলিতদের খুন করা হয়' বিজেপিকে নিশানা করলেন মমতা
'তৃণমূল কর্মীদের মাথা উঁচু করে চলতে হবে' দলীয় কর্মীদের অনুপ্রেরণা দিলেন মমতা
'রথযাত্রাকে কালিমালিপ্ত করেছে বিজেপি' আক্রমণ মমতার
'বিজেপির অনেক টাকা আছে, তাই এত অহঙ্কার', বললেন মমতা
রাজনীতিতে ৩ ধরণের মানুষ, লোভী-ভোগী-ত্যাগী। যারা লোভী তাঁদের ত্যাগ করুন, বললেন মমতা।
'যারা কাজ করে, তাঁদের তৃণমূল টিকিট দেয়' বললেন মমতা
জনপ্রিয় সঙ্গীত শিল্পীর সঙ্গে চায়ের আড্ডায় কৈলাস