সংক্ষিপ্ত
- শুক্রবার বিকেলে দ্বিতীয় নরেন্দ্র মোদী মন্ত্রিসভার প্রথম বৈঠক
- বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ গ্রহণ করে এই মন্ত্রিসভা
- মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-ও
- এদিনের বৈঠকেই ঠিক হবে মন্ত্রীদের দপ্তর
শুক্রবার বিকেল ৫টায় মোদী ২.০ মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ৫৭ জন মন্ত্রীকে নিয়ে দ্বিতীয়হবার প্রধানমন্ত্রী হিসেব শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-ও।
বৃহস্পতিবার শপথ নেওয়া ৫৭ জনের মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী, ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও আরও ২৪ জন প্রতিমন্ত্রী হচ্ছেন। জানা গিয়েছে, এদিনের বৈঠকেই তাঁদের দপ্তর বন্টক করা হবে। বৈঠকের পর কে কোন দপ্তরের দায়িত্ব পেলেন তা জানানো হবে।
বৃহস্পতিবার শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে অমিত শাহ-সহ মোট ২৬ জন নতুন মুখ রয়েছেন। নতুন মন্ত্রিসভায় ছয় জন মহিলা রয়েছেন। তাঁদের মধ্যে পূর্ণমন্ত্রী হচ্ছেন তিন জন।
নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভার থেকে বেশ কয়েকজন পরিচিত মুখ বিভিন্ন কারণে সরে গিয়েছেন। এঁদের মধ্য়ে আছেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, স্বাস্থমন্ত্রী জে পি নাড্ডা, ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর প্রমুখ। নাড্ডাকে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি করা হতে পারে।