- Home
- Entertainment
- Bengali Cinema
- Mohiner Ghoraguli Bapi Das: 'এই সুরে বহুদূরে চলে যাব', বাপিদার প্রয়াণে শেষ হল 'মহীন অধ্যায়'
Mohiner Ghoraguli Bapi Das: 'এই সুরে বহুদূরে চলে যাব', বাপিদার প্রয়াণে শেষ হল 'মহীন অধ্যায়'
- FB
- TW
- Linkdin
সালটা ১৯৭৫, বাংলা গানের জগতে তখন বিপ্লবের যুগ। চিরাচরিৎ ঘড়ানার বাইরে বাংলা গানে নতুন ধারা নিয়ে এলেন কিছু যুবক। তৈরি হল প্রথম বাংলা ব্যান্ড 'মহীনের ঘোড়াগুলি'।
তারপর কেটে গিয়েছে ৪৭টা বছর। বাংলা গানের দুনিয়ায় মাইলস্টো হয়ে রয়ে গিয়েছে 'মহীনের ঘোড়াগুলি'। আজও উৎসবে, বিপ্লবে কান পাতলেই শোনা যায় মহীনের অন্যতম জনপ্রিয় গান 'ভালবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে।' ভানুদা, বাপিদাদের হাতেই সৃষ্ট এই কালজয়ী গান। গানের সুর বেঁধেছিলেন মণিদা।
১৯৯৯ সালের ২০ জুন মৃত্যু হয় মহীনের ঘোড়াগুলির অন্যতম কর্ণধার মণিদার। ২৪ বছর পর জীবনাবসান হল মণিদার বামহাত বাপিদার। দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর ২৫ জুন ২০২৩ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তাপস দাস ওরফে বাপিদা।
২০২৩ সালের জানুয়ারি মাসে প্রকাশ্যে আসে বাপিদার অসুস্থার কথা। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। শেষ জীবনে চিকিৎসার জন্য ভুগতে হয়েছিল অর্থকষ্টেও।
বাপিদার চিকিৎসার জন্য এগিয়ে এসেছিল বাংলার শিল্পী মহল থেকে শুরু করে পড়ুয়ারাও। ‘ফসিলস’ থেকে ‘বর্ণ অনন্য’-এর মতো ব্যান্ড পাশে এসে দাঁড়িয়েছিল বাপিদার।
চিকিৎসার খরচ জোগাতে পিছপা হয়নি যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। কনসার্টের মাধ্যমে প্রিয় বাপিদার জন্য ফান্ড রেইজ করেছিল পড়ুয়ারা।
অবশেষে সকলের চেষ্টাকে ব্যার্থ করে 'দিন শেষের ওই আলো মেখে' চলে গেলেন বাপিদা। ২৫ জুন, রবিবার প্রয়াত মহীনের শেষ ঘোড়া বাপিদা।