- Home
- Entertainment
- Bollywood
- Yearender 2022: আলিয়ার মা হওয়া থেকে প্রিয়ঙ্কার একরত্তির ছবি, ভাইরাল খবরে ঘুম উড়েছিল বলিউডের
Yearender 2022: আলিয়ার মা হওয়া থেকে প্রিয়ঙ্কার একরত্তির ছবি, ভাইরাল খবরে ঘুম উড়েছিল বলিউডের
- FB
- TW
- Linkdin
আলিয়ার প্রেগন্যান্সির খবর
একমাস আগেই আলিয়া ও রণবীরের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। জীবনের নতুন ইনিংস শুরু করলেন রণবীর ও আলিয়া। বলিউডের নতুন বাবা ও মা হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। রবিবারই মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে সন্তানের জন্ম দেন আলিয়া ভাট। অভিনেত্রীর কোল আলো করে একরত্তি আসতেই খুশির খবরে মাতোয়ারা কাপুর পরিবার থেকে বি-টাউন। ২৯ বছরেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন আলিয়া ভাট। মা হওয়ার পর থেকেই শুরু হয়েছে কানাঘুষো। বিয়ের আগেই নাকি প্রেগন্যান্ট ছিলেন আলিয়া। বিয়ের সাত মাসের মধ্যেই মা হয়ে সকলকে চমকে দিয়েছেন আলিয়া ভাট। যদিও এসব সমালোচনায় মোটেই পাত্তা দিতে রাজি নন আলিয়া ভাট। আপাতত পুরো সময়টাই মেয়ে রাহাকে নিয়ে কাটছে আলিয়া ভাটের।
প্রিয়ঙ্কা চোপড়ার একরত্তি
প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের সম্পর্ক নিয়ে চর্চা যেন বেড়েই চলেছে। হলিউডের পপ তারকা নিক জোনাস এবং বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে সবসময় সরগরম পেজ থ্রি-র পাতা। সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। গত ২২ জানুয়ারি গভীর রাতেই সুখবর দিয়েছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। মধ্য রাতেই নিজের ইনস্টাগ্রামে মা হওয়ার খুশির খবর সকলের সঙ্গে শেয়ার করে নিলেন গ্লোবাল আইকন প্রিয়ঙ্কা চোপড়া। মা হওয়ার পর থেকেই তাকে ঘিরে অনুরাগীদের কৌতুহল তুঙ্গে। মেয়ে মালতিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে মালতি ছবি সোশ্যাল মিডিয়ায় দিলেও তার মুখ ইমোজি দিয়ে ঢেকে দেন। তবে মালতির ছবিও সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল হয়েছিল।
শার্টলেস শাহরুখ
প্রতিনিয়তই যেন নয়া নয়া চমক নিয়ে হাজির হচ্ছেন কিং খান। বেশ কয়েকবছর রূপোলি পর্দায় সেভাবে দেখা মেলেনি বলিউডের বাদশা শাহরুখ খানের। যার কারণেই তাকে ঘিরে উত্তেজেন তুঙ্গে। আপকামিং ছবি 'পাঠান'-এর সেট থেকে শার্টলেস ছবি শেয়ার করে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেতা। শাহরুখের শার্টলেস অবতারে ঘুম উড়েছিল ভক্তদের।
নয়নতারা ও বিগ্নেশ শিভানের বিয়ে
দক্ষিণী অভিনেত্রী নয়নতারা এবং বিগ্নেশ শিভানের বিয়ে নিয়েও রীতিমতো উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। চলতি বছরের জুন মাসে তাদের বিয়ে হয়। তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
রণবীর সিংয়ের ন্যুড ফোটোশ্যুট
বলিউডের খিলজি রণববীর সিং-কে নিয়ে উত্তাল বলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়া। যদিও তা হবে নাই বা কেন। নিজেকে ছকভেঙে এভাবে যে বেরিয়ে আসতে পারে তাকে নিয়ে চর্চা লেগেই থাকে। মুহূর্তের মধ্যে নেটপাড়ায় আগুন জ্বালিয়ে দিয়েছিলেন রণবীর সিং। শরীরে নেই একটুকরো সুতো। পুরোপুরি নগ্ন হয়েই অন ক্যামেরায় সেক্সি পোজ দিয়ে সকলকে চমকে দিয়েছেন রণবীর সিং। পোশাক খুলে ন্যুড অবস্থায় ক্যামেরায় সামনে এসেছিলেন রণবীর সিং। নিজের কাজের জন্যই নগ্ন হতে পিছপা হননি বলিউডের খিলজি। জনপ্রিয় 'পেপার' ম্যাগাজিনের কভারের জন্য ক্যামেরায় সামনে নগ্ন হয়েছিলেন বলিউডের খিলজি। অভিনেতার সেক্সি ন্যুড ফিগার দেখতেই হামলে পড়েছিলেন ভক্তরা। রণবীরের এই নগ্ন ছবিই যেন নেটদুনিয়ার হটকেক। যার জন্য তার নামে এফআইআরও দায়ের হয়েছিল।