পঞ্চম থেকে প্রথম স্থান দখল করল 'কথা', দেখে নিন টিআরপি-র তালিকায় কোন কোন সিরিয়াল আছে প্রথম দশেগত কয়েক সপ্তাহের টিআরপি তালিকায় বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে। ফুলকির শীর্ষস্থান দখল করেছে কথা। এই সপ্তাহের টিআরপি তালিকায় কথা, গীতা এলএলবি, পরিণীতা, জগদ্ধাত্রী, ফুলকি, উড়ান সহ আরও অনেক সিরিয়াল স্থান পেয়েছে।