'ও বেটা জি' গানের সঙ্গে নাচছেন এক বিদেশি
সেই সঙ্গেই নাচছে তাঁর ছেলেও
সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে আসে এই ভিডিও
প্রকাশ্যে আসতেই ভাইরাল ভিডিও
জনপ্রীয় হিন্দি গান 'ও বেটা জি', এখন প্রায় সবার মুখে মুখেই শোনা যাচ্ছে। এবার সেই গানের তালেই নাচতে দেখা গেল বিদেশি বাবা ও ছেলেকে। রিকি এল পন্ড, এই নামেই সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট আছে এই বিদেশির। ডিসেম্বর মাসে তাঁর একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁকে দেখা গিয়েছিল হৃত্বিকের ঘুঙড়ু গানের সঙ্গে সেই বিখ্যাত নাচেরই নকল করতে। এবার আরও একবার তাঁর এই নাচ ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। অসাধারণ তাঁর নাচের স্টেপ সেই সময় মুগ্ধ করেছিল সকলকেই। এবার আরও একবার তার নাচের ভিডিও ভাইরাল।
তাঁর এই নতুন পোস্টটিতে দেখা গিয়েছে, রিকি তার ছেলের সঙ্গে ১৯৫১ -এর জনপ্রিয় চলচ্চিত্র 'আলবেলা' -র গান 'ও বেটা জি' (কিসমত কি হাওয়া কবি নরম) গানের সঙ্গে নেচছেন। এই গানটি ২০২০ সালে মুক্তি প্রাপ্ত ছবি লুডো -তে শোনা গিয়েছে নতুন করে। তারপর থেকেই একরকম ছড়িয়ে পড়েছে গানটি। আর সেই গানের সঙ্গেই নাচ করেছেন এই বিদেশি। বাবা - ছেলে দু'জনেরই নাচের স্টেপ অসাধারণ। তাঁদের নাচের এই ভিডিও তারা ইনস্টাগ্রামে পোস্ট করতেই তা নজরকাড়ে নেটিজনদের। তাঁদের নাচ দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। এখন তাঁদের এই ভিডিও রীতিমতন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। হিন্দি গানের প্রতি যে এই বিদেশির বিশেষ আকর্ষণ রয়েছে তা তাঁর ভিডিও দেখলে বেশ বোঝা যায়। হিন্দি গানের সঙ্গেই নাচের ভিডিও তিনি অধিকাংশ সময় পোস্ট করে থাকেন।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 4, 2021, 6:34 PM IST