সংক্ষিপ্ত

৪ ম্যাচ পর আইএলএলে (ISL) জয়ে ফিরল এটিকে মোহনবাগান (ATK Mohu Bagan)। দায়িত্ব নিয়েই দলকে জয়ের রাস্তায় ফেরালেন নতুন কোচ জুয়ান  ফেরান্দো (Juan Ferrando)। ৩-২ গোলে হারাল নর্থইস্ট ইউনাইটেডকে (North East United)।
 

অ্যান্টোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)  জমানা এখন অতীত। নতুন কোচ আসতেই জয়ে ফিরল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। জয় দিয়ে নিজের নতুন অভিযান শুরু করল সবুজ-মেরুণের নতুন কোচ জুয়ান ফেরান্দো  (Juan Ferrando)। খালিদ জামিলের (Khalid Jamil) নর্থইস্ট ইউনাইটেডের (North East United) বিরুদ্ধে প্রথমে  গোল খেয়ে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় পেল এটিকে মোহনবাগান। গোলে ফিরলেন দলের দুই অন্যতম প্রধান তারকা হুগো বুমোস (Hugo Boumous) ও লিস্টন কোলাসো (Liston Colaco)। বিশেষ করে হুগো বুমোসের জোড়া গোলেই জয়ের হাওয়া লাগল নৌকার পালে। অপরদিকে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে দুটি গোল করেন ভিপি সুহের ও মাসুর শেরিফ। টানা চার ম্য়চ পর জয়ের স্বাদ  পেয়ে আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেল রয় কৃষ্ণা, হুগো বুমোস,  লিস্টন কোলাসো, জনি কাউকোরা। প্রিয় দল জয়ে ফেরায় খুশি সমর্থকরাও।

এদিন খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই গোল হজম করতে হয় এটিকে মোহনবাগানকে। ভিপি সুহেরের গোলে এগিয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড। শুরুতেই পিছিয়ে পড়লেওধীরে ধীরে ম্য়াচে ফেরার চেষ্টা করে সবুজ-মেরুণ ব্রিগেড। প্রথমে একটু ধীর গতিতে শুরু করলেও আস্তে আস্তে মাঝ মাঠের দখল নিতে থাকে টাংরি, লিস্টন কোলাসো, ম্য়াকহিউ, হুগো বুমোসরা। তারপর একের পর এক গড়ে তুলতে শুরু করে জুয়ান ফেরান্দোর দল। গোল হজম করার প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করলেও খালিদ জামিলের দলের রক্ষণভাঙতে পারছিল না এটিকে মোহনবাগানের অ্য়াটাকিং লাইন। অবশেষে প্রথমার্ধের ইনজুরি টাইমে ম্য়াচে সমতায় ফেরে গঙ্গাপারের ক্লাব। লিস্টন কোলাসোর গোলে খেলার ফল ১-১ সমতায় আনে সবুজ-মেরুণ ব্রিগেড। প্রথমার্ধে সমতাতে থেকেই বিরতিতে যায় এটিকে মোহনবাগান।

 

 

প্রথমার্ধের শেষে গোল পাওয়ায় পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই  অনেক বেশি আত্মবিশ্বাসী দেখায় এটিকে মোহনবাগানকে। আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে জুয়ান ফেরান্দোর দল। যার ফলও মেলে দ্বিতীয়ার্ধের ৭ মিনিটের মধ্যে। ম্য়াচের ৫২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন হুগো বুমোস। ২-১ গোলে এগিয়ে গিয়েও দমে যায় পাল তোলা নৌকা। বরঞ্চ  লিড বাড়ানোর চেষ্টা করতে থাকে সবুজ-মেরুণ ব্রিগেড। ম্য়াচের ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন বুমোস। একইসঙ্গে দলের ব্যবধানও ৩-২ করেন। ম্য়াচের ৮৭ মিনিটে মাসুর শেরিফ নর্থইস্ট ইউনাইটেডের হয়ে একটি গোল শোধ করলেও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ৩-২  গোলে ম্য়াচ জেতে এটিকে মোহনবাগান। এই জয়ের ফলে ৭  ম্য়াচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রইল সবুজ-মেরুণ ব্রিগেড।