- Home
- Astrology
- Horoscope
- জীবনের জটিল পরিস্থিতি কাটিয়ে উঠুন, জেনে নিন রাশি অনুযায়ী কোন দেবতার পুজোয় মিলবে সৌভাগ্য
জীবনের জটিল পরিস্থিতি কাটিয়ে উঠুন, জেনে নিন রাশি অনুযায়ী কোন দেবতার পুজোয় মিলবে সৌভাগ্য
- FB
- TW
- Linkdin
মেষ- এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। এই রাশির প্রতি সোমবার নিয়ম করে মহাদেবের পুজো এবং মঙ্গল ও শনির মন্ত্র পাঠ করুন ভাল প্রভাব ফেলব।
বৃষ- এই রাশির জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ শুক্র। দেবী লক্ষ্মীর কৃপা সবসময়ে রয়েছে এই রাশির জাতকদের। তাই এই রাশির জাতকদের লক্ষ্মীদেবীর পুজো করা উচিত।
মিথুন- এই রাশির জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ বুধ। এই রাশির জাতক-জাতিকারা নারায়নের পুজো করলে ভাল ফল পাবেন। নারায়নের পুজো করলে সৌভাগ্য ফিরে আসবে।
কর্কট- এই রাশির জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ চন্দ্র। এই রাশি এমনিতেই শান্ত স্বভাবের। এই রাশির পরিষ্কার কাপড়ে দেবী পার্বতীর পুজো করুন। প্রতিদিন দেবী পার্বতীর পুজো করলে ভাল ফল পাবেন।
সিংহ- সিংহ রাশির জাতক বা জাতিকাদের অধিপতি গ্রহ রবি। রবিকে তুষ্ট রাখতে নিয়মিত শিবমন্ত্র পাঠ করুন এবং নিষ্ঠাভাবে পুজো করুন।
কন্যা- এই রাশির জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ বুধ। এই রাশির বাধা ও বিপত্তি কাটাতে তাই নারায়ন বা ভগবান বিষ্ণু-র পুজো করা উচিত।
তুলা- এই রাশির জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ শুক্র। এই রাশির সাফল্য ও আর্থিক উন্নতির জন্য লক্ষ্মীর পুজো করা উচিত।
বৃশ্চিক- এই রাশির জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ মঙ্গল। এই রাশির যে কোনও কাজে মনোযোগের অভাব থাকে। এই রাশির প্রতি সোমবার নিয়ম করে মহাদেবের পুজো ও ধ্যান করতে হবে।
ধনু- ধনু রাশির জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি। এই রাশির দক্ষিণামূর্তি যা শিবের এক রূপ, তার পুজো করা দরকার। মন্ত্রপাঠেই তুষ্ঠ হয় এই দেবতা। এর ফলে জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে।
মকর- এই রাশির জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ মঙ্গল। এই রাশিরও প্রতি সোমবার নিয়ম করে মহাদেবের পুজো এবং মঙ্গল ও শনির মন্ত্র পাঠ করুন ভাল প্রভাব ফেলব।
কুম্ভ- কুম্ভ রাশিরও জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল। এই রাশির যে কোনও কাজে মনোযোগের অভাব থাকে। এই রাশির প্রতি সোমবার নিয়ম করে মহাদেবের পুজো ও ধ্যান করতে হবে।
মীন- এই রাশির জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ বৃহস্পতি। এই রাশিরও দক্ষিণামূর্তি যা শিবের এক রূপ, তার পুজো করা দরকার। মন্ত্রপাঠেই তুষ্ঠ হয় এই দেবতা। এর ফলে জীবন সুখ ও আর্থিক উন্নতি হবে।