ঘরে থাকা একটি আয়না বদলে দিতে পারে ভাগ্য, জেনে নিন বাস্তু মতে এর টোটকা
| Published : Mar 23 2021, 12:03 PM IST
ঘরে থাকা একটি আয়না বদলে দিতে পারে ভাগ্য, জেনে নিন বাস্তু মতে এর টোটকা
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
17
শাস্ত্র মতে, উত্তর দিকটি ধনদেবতা কুবেরের দিক। বাস্তুতে এই দিকের গুরুত্বও তাই অনেক।
27
ঘরের উত্তর দিকে দরজা-জানলা না থাকলে সেই স্থানে আয়না রাখা উচিত।
37
সকালে ঘুম থেকে উঠেই আয়নায় নিজেকে দেখলে শরীরে প্রবেশ করতে পারে নেগেটিভ এনার্জি।
47
বাস্তুমতে ঘরের পূর্ব দিকে আয়না রাখলে সন্তান সুখের সম্ভাবনা বৃদ্ধি পায়।
57
পূর্ব দিকে আয়না রাখলে ধন-সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পায়।
67
রান্নাঘরের সামনে আয়না রাখলে তাতেও উন্নতির যোগ থাকে।
77
খাটের সামনে বা শোওয়ার স্থানে কখনোই আয়না রাখা উচিত নয় এতে দাম্পত্য সমস্যা বৃদ্ধি পেতে পারে।