এই রাশির সঙ্গীদের মেজাজ থাকে সপ্তমে, দেখে নিন সেই তালিকা
First Published Dec 31, 2020, 11:50 AM IST
সম্পর্কের বিষয়ে ভিন্ন ব্যক্তির ভিন্ন মতামত। তাই একজন ব্যক্তি তাঁর পছন্দ অনুযায়ী তার সঙ্গী বেছে নেন। তাই জ্যোতিষমতে, জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য় নির্ধারণে সাহায্য করে। একই ভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। জাতকের ভাগ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব। জ্যোতিষশাস্ত্র মতে, ১২টি রাশির মধ্যে এমন ৫টি রাশি রয়েছে যাদের সঙ্গী অল্পতেই রেগে যায়। অর্থাৎ এই রাশির সঙ্গীরা সবথেকে বেশি আগ্রাসী হন। সেই কারণেই সম্পর্ক ভাঙ্গার সম্ভাবনা থাকে এই রাশিগুলির সবথেকে বেশি। জেনে নেওয়া যাক সেই ৫ রাশির নাম।

মকর রাশি- এই রাশির অধিকর্তা গ্রহ শনি। মকর রাশির জাতক-জাতিকাদের বন্ধুরা সব সময় এদের এড়িয়ে যায়। এরা একা থাকতেই বেশি পছন্দ করে। মকর রাশির সন্দেহপ্রবণতার জন্য বিবাহিত জীবনে অনেক সমস্যা দেখা দেয়।

এদের অবসাদ এবং বিষাদ এদের মধ্যে অতি মাত্রায় দেখা যায়। এরা সব কিছু যুক্তি দিয়ে ভাবতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সম্পর্ক ভাঙ্গনের ক্ষেত্রেও এরা প্রচুর চিন্তা ভাবনা করেন কেন ব্রেকআপ হল। এদেরও সঙ্গীর মাথা গরম হওয়ার কারণে প্রণয়ের সম্পর্ক বেশিদিন দীর্ঘস্থায়ী হয় না।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন