জানেন কি, হোলির এই বিশেষ দিনে ভুলেও করবেন না এই কাজগুলি, ঘটতে পারে বড় বিপদ
- FB
- TW
- Linkdin
করোনার আবহে রঙের উৎসব এবছর যেন অনেকটাই ফিকে। তারপরেও দুইদিন ব্যাপী মহাসমারোহে পালিত হচ্ছে দোল ও হোলি উৎসব।
আজ হোলি । হিন্দু শাস্ত্র মতেও এর অনেক রীতি রয়েছে, যা হোলির দিন পালন করা হয়। জানেন কি, এই কাজগুলি হোলিতে করলেই ঘটতে পারে বড় বিপদ।
হোলির এই বিশেষ তিথিতে পুজো করলে সুখ-শান্তি ও সমৃদ্ধি আসে।
উপোস করে রাধা -কৃষ্ণের পুজো করতে পারেন হোলির দিন। এতে পুণ্যলাভ হবে। তবে পুজো শেষ হওয়ার আগে উপবাস ভঙ্গ করবেন না।
যাদের বাড়িতে অ্যাকোরিয়াম রয়েছে, আজকের এই দিনে মাছেদের খেতে দিন। এতে আপনার আর্থিক কষ্ট নিমেষে দূর হবে। তবে ভুল করে মাছের কোনও ক্ষতি করার চেষ্টা করবেন না।
শাস্ত্র মতে, সরীসৃপ জাতীয় কোনও প্রাণী হোলির দিন নিধন করবেন না। এতে জীবনে অমঙ্গল নেমে আসবে ।
বিশেষত, হোলির দিন ছেলেদের ক্ষেত্রে চুল, দাড়ি না কাটাই ভাল।
শাস্ত্র অনুযায়ী, নারায়ণের উদ্দেশ্যে সিন্নি নিবেদন করুন। রাতের বেলায় খিচুড়ি ভোগ নিবেদন করুন। আজকের এই বিশেষ দিনে আমিষ খাবার না খাওয়াই ভাল।