মেষ রাশির জাতক জাতিকারা মেনে চলুন এই সকল টোটকা, জীবনের সব কাজে সাফল্য পাবেন
- FB
- TW
- Linkdin
সোমবার বা বৃহস্পতিবার দান করলে সৌভাগ্য লাভ করবেন মেষ রাশির জাতক জাতিকারা। শাস্ত্র মতে, সপ্তাহে এই দুই দিন দরিদ্র বাচ্চাদের দান করুন। চাল, গম ও গুড় দান করলে উপকার পাবেন। শাস্ত্র মতে, এই রাশির শুভ রঙ লাল। এদের শুভ দিন হল মঙ্গলবার। শুভ সংখ্যা ১৬। রক্তপ্রবাল পাথর এই রাশির জন্য শুভ রত্ন বলে গণ্য হয়।
হাতির দাঁতের জিনিস বাড়িতে রাখুন। এতে সৌভাগ্য লাভ করবেন। অনেক সময় জীবনে নানা রকম বাধা আসে। গ্রহের ফেরে সময় খারাপ যায় অনেকেরই। এক্ষেত্রে হাতির দাঁতের তৈরি জিনিস ঘরে রাখতে উপকার পাবেন। যে কোনও শোপিস রাখতে পারেন। বসার ঘর কিংবা শোওয়ার ঘর, যে কোনও জায়গায় রাখলেই হল।
লাল রঙের রুমাল নিজের কাছে রাখবেন। কোনও শুভ কাজে যাওয়ার সময় কিংবা কোনও পরীক্ষা দিয়ে যাওয়ার সময় অবশ্যই সঙ্গে রাখুন লাল রুমাল। এই রাশির শুভ রঙ লাল। তাই এই রং সঙ্গে থাকলে যে কোনও কাজ কাজে সফল হবেন। চাইলে লাল রঙের পোশাকও পড়তে পারেন। এতে উপকার পাবেন।
কালো রঙের মানুষ ও কানে কম শোনে এমন ব্যক্তির থেকে দূরে থাকবেন। এই ধরনের ব্যক্তিদের থেকে ক্ষতি হতে পারে। সধাসিধে মনভাবের হয়। সৎ হন। যে কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এদের অর্থভাগ্য মোটামুটি। আয় খুব হয় এমন নয়। তবে, এরা কঠোর পরিশ্রমি হন। এরা কারও থেকে ধার নিলে, সঠিক সময় তা ফেরত দেন।
মিষ্টি জাতীয় দ্রব্যের ব্যবসা করবেন না। এতে সমস্যায় পড়তে পারেন। মিষ্টির ব্যবসা মেষ রাশির জন্য উপযুক্ত নয়। এতে আর্থিক ক্ষতি হতে পারে। তাই ব্যবসা করতে হলে অন্য কিছুর ব্যবসা করুন। মিষ্টি কিংবা মিষ্টি জাতীয় দ্রব্যের ব্যবসা করবেন না। এরা কঠোর পরিশ্রমি হন। তেজস্বী স্বভাবের হন মেষ রাশির ছেলে মেয়েরা। কোনও কাজের দায়িত্ব পেতে দ্রুত শেষ করেন।
রাতে ঘুমাতে যাওয়ার আগে মাথার সামনে ১ গ্লাস জল রেখে দিন। সকালে তা আম গাছের গোড়ায় ফেলে দিন। এতে সব কাজে সফল হবে। নানা কারণে জীবনে বাধা আসে। সেই বাধা কাটাতে মেনে চলতে পারেন জ্যোতিষ টোটকা। শাস্ত্র মতে, জ্যোতিষ টোটকা মেনে সকল বাধা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
মেষ রাশির ছেলে মেয়েরা বাঁ হাতের তর্জনী আঙুলে রুপো ধারণ করুন। রুপো এই রাশির জন্য শুভ ধাতু। এতে জীবনের সকল বাধা কেটে যাবে। এদের আবেগ অন্যদের তুলনায় বেশি। সে কারণে, ভালো স্মৃতি এরা সহজে ভুলতে পারে না মেষ রাশি। এরা যা করে, হৃদয় থেকে করে। এই কারণে নানা রকম সমস্যায় পড়ে। এই সকল জটিলতা কেটে যাবে রুপো ধারণে।
মিষ্টি ও আটার তৈরি রুটি গরুকে খাওয়ান। কোনও কাজে যাওয়ার আগে এই টোটকা মেনে চলুন। এতে উপকার পাবেন। সফল হওয়ার জন্য সব কিছু করতে পারেন। এরা কঠোর পরিশ্রমি হন। তেজস্বী স্বভাবের হন মেষ রাশির ছেলে মেয়েরা। কোনও কাজের দায়িত্ব পেতে দ্রুত শেষ করেন। এরা যে কোনও কাজ যত্নসহকারে করে থাকেন। তাও জীবনের কোনও বাধা কাটাতে এই টোটকা মেনে চলুন।
সাধু সন্ন্যাসী, গুরু ও মা-বাবাকে সেবা করুন মেষ রাশির জাতক জাতিকারা। এতে উপকৃত হবেন। অনেকের দুঃশ্চিন্তা, উত্তেজনা ও ক্রোধ শারীরিক সমস্যা দেখা দেয়। এরা অসুস্থতা থেকে সহজে মুক্তি পান। তাও এই টোটাক মেনে চললে শারীরিক ভাবেও সুস্থ থাকবেন। তাই এবার থেকে সুস্থ থাকতে মেনে চলুন জ্যোতিষ টোটকা।
এদের মনোবল অন্যান্যদের তুলায় বেশি। সে কারণে, যেকোনও কঠিন পরিস্থিতির সঙ্গে সহজে লড়াই করতে পারেন। মেষ রাশির ছেলে সহজে হার মানতে পছন্দ করেন না। তারা সব ধরনের পরিবেশে মানিয়ে নিতে পারে। পুরনো নিয়মকে বজায় রেখে নতুন কিছু সৃষ্টির চেষ্টা করুন। তবেই আনন্দ আসবে মেষ রাশির জীবনে।