দুর্গা পুজোর মাসে কোন রাশির সঙ্গে সম্পর্ক পরিণতি পাবে, জেনে নিন সেই তালিকা
- FB
- TW
- Linkdin
সিংহ- এই রাশির উপযুক্ত সঙ্গী রাশি হল মিথুন ও মীন। এদের কন্যা রাশির সঙ্গে সম্পর্ক এড়িয়ে যাওয়া উচিত। কন্যা রাশির সঙ্গে দাম্পত্য শুরু হলে তা বেশি দিন স্থায়ী হয় ন।
বৃশ্চিক- এই রাশির উপযুক্ত সঙ্গী রাশি হল ধনু, মকর ও মীন। নিজ রাশির সঙ্গে সম্পর্ক হলে তা ক্ষণস্থায়ী হবে। কর্কট রাশিকে এড়িয়ে চলাই ভালো।
মীন- এই রাশির উপযুক্ত সঙ্গী রাশি হল বৃশ্চিক ও সিংহ। তবে বৃশ্চিকের সঙ্গের ফলে শনির দশা কেটে যেতে পারে। কুম্ভ রাশি কে এড়িয়ে চলাই শ্রেয়।
বৃষ- এই রাশির উপযুক্ত সঙ্গী রাশি হল কন্যা। অনেক ক্ষেত্রে আবার উভয় বৃষ রাশির সম্পর্কও শুভ হয়।
ধনু- এই রাশির উপযুক্ত সঙ্গী রাশি হল মেষ ও মকর। এদের সঙ্গে সম্পর্ক খুবই শুভ হয়। নিজ রাশির এড়িয়ে চলুন।
মেষ- এই রাশির উপযুক্ত সঙ্গী রাশি হল সিংহ, ধনু। মেষ ও সিংহের রসায়ন শুভ হয়। এই সম্পর্ক বিবাহবন্ধনে আবদ্ধ হলে অত্যন্ত শুভ।
কন্যা- এই রাশির উপযুক্ত সঙ্গী রাশি হল কর্কট, মকর। এই রাশির শত্রু রাশি হল সিংহ। সিংহ রাশি কে এড়িয়ে চলাই ভালো।
মকর- এই রাশির উপযুক্ত সঙ্গী রাশি হল কন্যা, ধনু ও মীন রাশি। আবার তুলা রাশির সঙ্গে সম্পর্কও ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তুলা ও মকরের সমন্বয়ে প্রেমিক-প্রেমিকার বৃহস্পতি থাকে তুঙ্গে।
মিথুন- এই রাশির উপযুক্ত সঙ্গী রাশি হল তুলা ও সিংহ রাশির সম্পর্ক গভীর হয়। এই রাশির সবচেয়ে ভালো বন্ধু হতে পারে মেষ এবং কর্কট।
তুলা- এই রাশির উপযুক্ত সঙ্গী রাশি হল মিথুন এবং তুলা রাশি। তুলা রাশির বৃশ্চিকের সঙ্গে সম্পর্ক গড়ে উঠলে তা হবে ক্ষণস্থায়ী।
কর্কট- এই রাশির উপযুক্ত সঙ্গী রাশি হল কন্যা। জীবনসঙ্গী হিসেবে কন্যা রাশিকে অগ্রাধিকার দেওয়া উচিত কর্কটের। কন্যা রাশির সঙ্গে অনেক বাধা-বিঘ্ন পেরিয়ে তবেই বিবাহ সম্পন্ন হয়।
কুম্ভ- এই রাশির উপযুক্ত সঙ্গী রাশি হল একমাত্র মকর। নিজ রাশির সঙ্গে সম্পর্ক কিছু ক্ষেত্রে ভাল ফল দিতে পারে। এদের সব সময় মিথুন রাশি এড়িয়ে চলা উচিত।