- Home
- Astrology
- Horoscope
- বাড়িতে বুদ্ধমূর্তী কেবল সৌন্দর্য্য বাড়ায় না, চাকরি থেকে সম্পর্ক বয়ে আনে সুদিন
বাড়িতে বুদ্ধমূর্তী কেবল সৌন্দর্য্য বাড়ায় না, চাকরি থেকে সম্পর্ক বয়ে আনে সুদিন
| Published : Jul 06 2021, 12:23 PM IST
বাড়িতে বুদ্ধমূর্তী কেবল সৌন্দর্য্য বাড়ায় না, চাকরি থেকে সম্পর্ক বয়ে আনে সুদিন
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
16
শাস্ত্র মতে, সব ধরনের ঠাকুরের মূর্তি বাড়িতে রাখা যায় না। বাস্তুশাস্ত্রের একাধিত বইয়েও উল্লখে আছে এই নিয়মের।
26
ঘর সাজাতে অনেকেই বাড়িতে বুদ্ধি মূর্তি রাখেন। তবে বাড়িতে এই মূর্তি রাখা যায় কি না সেই বিষয়ে উল্লেখ রয়েছে বাস্তুতে।
36
বিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়ম মেনে যদি বুদ্ধি মূর্তি বাড়িতে রাখা যায় তবে মেল অনেক উপকার।
46
বাড়িতে বা অফিসে এই মূর্তি রাখলে সুখ-শান্তি কখনও খালি হয় না, উল্টে পজিটিভ শক্তিতে ভরে ওঠে সেই স্থান।
56
ফেং শুই এক্সপার্ট এবং বাস্তু বিশেষজ্ঞদের মতে, বুদ্ধ মূর্তি যত বড় হবে ততই ভালো। তাই নিজের সামর্থ মত বাড়িতে নিয়ে আসতেই পারেন শান্তির এই প্রতিকৃৎ।
66
পড়ার টেবিলেও রাখতে পারেন এই মূর্তি, বিদ্যার্থীদের পড়ার প্রতি মনযোগ বৃদ্ধির সম্ভাবনাও বাড়ে।