- Home
- Astrology
- Horoscope
- দিনে দিনে বেড়েই চলেছে খরচ, সাধারণ এই ঘরোয়া উপাদান কাজে লাগিয়ে সামলে নিন পরিস্থিতি
দিনে দিনে বেড়েই চলেছে খরচ, সাধারণ এই ঘরোয়া উপাদান কাজে লাগিয়ে সামলে নিন পরিস্থিতি
| Published : Mar 13 2021, 11:25 AM IST
দিনে দিনে বেড়েই চলেছে খরচ, সাধারণ এই ঘরোয়া উপাদান কাজে লাগিয়ে সামলে নিন পরিস্থিতি
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
যে কোনও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পেতে এই প্রতিকারটি গ্রহণ করতে পারেন। যে কোনও গুরুত্বপূর্ণ কাজে পাবেন সাফল্য।
28
বাড়ি থেকে কাজে যাওয়ার আগে এক মুঠো তিল নিয়ে রাস্তার কুকুরের সামনে ছড়িয়ে দিন। কুকুরটি তিলটি খেলে আপনি অবশ্যই সফলতা পাবেন। যদি না খায় তবে কিছুটা বাধা আসবে।
38
সকালে পরিবারের অন্যান্য সদস্যদের ঘুম থেকে ওঠার আগে উঠে এক মুঠো কালো তিল ছাদে ছড়িয়ে দিন।
48
এটি বিশ্বাস করা হয় যে পাখিরা তিলটি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার অশান্তি ও সকল সমস্যা শেষ হবে।
58
শনিবার চলমান জলে, নদী বা খালের জলে কালো তিল দান অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়।
68
মনে করা হয় এই কাজের ফলে শনির সাড়ে সাতি দেড় বছর পর্যন্ত কমানো সম্ভব।
78
স্নানের পরে তামার ঘটে জল ও কালো তিল নিয়ে তা শিবলিঙ্গে অর্পণ করুন।
88
ওম নমঃ শিবায় মন্ত্র জপে এই জল শিবলিঙ্গে ঢাললে সমস্ত দুর্ভোগের অবসান হবে।