চৈত্র মাসে মেনে চলুন এই নিয়মগুলি, কাটিয়ে উঠুন সকল বাধা ও সমস্যা
- FB
- TW
- Linkdin
এই মাসে প্রতিদিন সকালে সূর্যদেবকে প্রণাম করে জল নিবেদন করলে সুফল পাওয়া যায়, কাটিয়ে উঠতে পারবেন সকল বাধা।
চৈত্র মাসে স্নান করার পরে তামার পাত্রে জল ভরে তাতে লাল ফুল, সিঁদুর, চাল, ডাল মিশিয়ে সূর্যকে নিবেদন করুন।
সূর্যদেব-কে জল নিবেদন করার সময়ে ‘ওঁ সূর্যায় নমঃ’মন্ত্র জপ করুন। এছাড়া বট গাছে জল দিয়ে পুজো করলে সমস্ত রকম সুখ-সমৃদ্ধি লাভ করা যায়।
বাংলা বছরের শেষ মাসে যে কোনও শুভ কাজ করার আগে বা শুভ মুহূর্তে বট গাছে জল দেওয়া উচিত। এতে জীবনের বহু বাধা কাটিয়ে উঠতে পারবেন সহজেই।
এই মাস শিবের উপাসনার মাস। এই মাসে নীলের পুজো হয়ে থাকে। এই মাসে প্রতিদিন শিবলিঙ্গে এক ঘটি জল ঢাললে প্রসন্ন হন শিব ঠাকুর।
চৈত্র মাস জুড়ে শিব লিঙ্গে জল ঢাললে তিনি ভক্তদের মনোস্কামনা পূর্ণও করেন। শিবকে প্রসন্ন করার সবথেকে সহজ উপায় এটিই।
এই মাসে সকালে ও সন্ধ্যায় দুবেলা ঠাকুর দেওয়ার সময় তুলসী গাছে জল দিয়ে পুজো করলে দেবতার কৃপাদৃষ্টি পাওয়া সম্ভব হয়। এতে করে জীবনের বহু সমস্যা কাটিয়ে উঠতে পারবেন সহজেই।
রাতে ঘুমনোর আগে তামার পাত্রে এক ঘটি জল মাথার কাছে রেখে দিন। সকালে উঠে ঘটটি সাতবার নিজের মাথার কাছে ধরুন। পরে জলটি কোনও কাঁটাওয়ালা গাছে ঢেলে দিন। চৈত্র মাসে সমস্যা কাটিয়ে উঠতে মেনে চলুন এই নিয়মগুলি।