শনিচরি অমাবস্যায় পালন করুন এই বিশেষ ১০টি টোটকা, পাবেন শনি দেবতার কৃপা দৃষ্টি
- FB
- TW
- Linkdin
শনিদেবতার আশীর্বাদ পেতে শনিশ্চরি বা শনিচরি অমাবস্যার দিন সকলেই নিষ্ঠার সঙ্গে শনি দেবতার পুজো করে থাকেন। এবছর শনিদেবতার সঙ্গে হনুমানজির পুজো করুন। হনুমানজিকে লাড্ডু, ছোলা, ডাল ও গুড়ের প্রসাদ দিন। এতে জীবনের সকল সংকট কেটে যাবে। ভগবান হনুমানকে সংকটমোচন বলা হয়। আর শনিদেবতার পাশে ভগবান হনুমানের পুজো করল তাঁরও কৃপা লাভ করবেন।
রাশিতে শনির অবস্থান দুর্বল হলে সকল ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। সমস্যা দেখা দেয় সম্পত্তি নিয়েও। সম্পত্তি সংক্রান্ত সকল জটিলত কাটাতে শনিশ্চরি বা শনিচরি অমাবস্যার দিন একটি বিশেষ উপায় করতে পারেন। এদিনে সম্পত্তি লাভের জন্য নারকেল নিয়ে রাতে শিব মূর্তিক সামনে ফাটান। সেটা সারা রাত মহাদেবের কাছে রেখে দিন। সকালে তা প্রসাদ হিসেবে বিতরণ করুন।
দাম্পত্য অশান্তি চলতেই থাকে। গ্রহের ফেরে এই অশান্তি প্রবল হয়। সমস্যা বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে। এই দাম্পত্য অশান্তি দূর করতে মেনে চলতে পারেন টোটকা। শনিশ্চরি বা শনিচরি অমাবস্যার দিন একটি পাত্রে দুধ নিয়ে তার মধ্যে এক চিমটে চিনি দিন। এই দুধ মাটিতে গর্ত করে তাতে ঢেলে দিন। দাম্পত্য অশান্তি দূর হবে।
জীবনের খারাপ সময় লেগেই থাকে। শনি দেবতা রুষ্ট্র হলে সকলের জীবনেই খারাপ সময় চলতে থাকে। এই খারাপ সময় কাটাতে শনিশ্চরি বা শনিচরি অমাবস্যার দিন এক বিশেষ টোটকা করতে পারেন। এই দিন রুটির মধ্যে সরষের তেল দিয়ে কুকুরকে খাওয়ান। এতে খারাপ সময় কেটে যাবে। আর এই দিন পূর্ব পুরুষকে জল নিবেদন করুন। এতে উপকার পাবেন।
শনির দশা কাটাতে শনিশ্চরি বা শনিচরি অমাবস্যার দিন অবশ্যই শনি দেবতার পুজো করতে হবে। এই দিন শনিদেবের পুজোর পর শনি চালিসা ও দশরথেক শিন স্তোত্র পাঠ করুন। এতে জীবনের সকল দুর্ভোগ কেটে যাবে। শাস্ত্র মতে, এই বছর অমাবস্যা ৩০ এপ্রিল পড়ছে। অমাবস্যা তিথি ৩০ এপ্রিল রাত ১টা ৫৭ মিনিট পর্যন্ত থাকবে।
অমাবস্যা তিথি ৩০ এপ্রিল রাত ১টা ৫৭ মিনিট পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বৈশাখের শুক্লপক্ষের প্রতিপদ তিথি। এদিন অমাবস্যা তিথিতে দান ধ্যান করতে পারেন। অমাবস্যার দিন দান করলে আর্থিক বৃদ্ধি ঘটে। এদিন তিল, কালো কাপড়, সরষের তেল দান করুন। জীবনের অভাব দূর হবে। এদিন ব্রাক্ষ্মণ ভোজন করাতে পারেন উপকার পাবেন।
চাকরি সংক্রান্ত সমস্যা লেগেই থাকে। চাকরি পেতে দীর্ঘদিন ধরে সমস্যা দেখা দেয়, সেই চাকরি পেলেও তা বজায় রাখতে সমস্যা। এবার চাকরি সংক্রান্ত সকল জটিলতা কাটাতে শনিশ্চরি বা শনিচরি অমাবস্যার দিন বিশেষ টোটকা করুন। একটি লেবু চার টুকরো করে কেটে রাস্তার মো়ড়ে চার দিকে ফেলে দিন। এতে উপকার পাবেন।
আর্থিক জটিলতা সব সময় লেগেই খারে। প্রাপ্য টাকা আদায়ে সমস্যা, আর্থিক ক্ষতি এর ওপর ঋণের বোঝা। রাশিফলে শনি দেবতার অবস্থান ঠিক না হলে এমন সমস্যা হতে পারে। এক্ষেত্রে মেনে চলতে পারেন বিশেষ টোটকা। অমাবস্যার দিন রাতের বেলা বাড়ির চারপাশে সরষে ছড়ান। এতে অর্থ সংক্রান্ত সকল জটিলতা কেটে যাবে।
জীবনের সকল দুর্ভোগ কাটাতে চাইলে জপ করুন। শনিশ্চরি বা শনিচরি অমাবস্যার দিন জপ করলে শনি দেবতার কৃপা বর্ষিত হবে। এই দিন সাত মুখী রুদ্রাক্ষ নিয়ে ১০৮ বার জপ করুন। জপ করার আগে গঙ্গা জলে ধুয়ে নেবেন। শনিশ্চরি বা শনিচরি অমাবস্যার দিন জপ করলে জীবনের সকল দুর্ভোগ কেটে যাবে।
অমাবস্যার দিন আমিষ জাতীয় খাবার ও অ্যালকোহল যুক্ত খাবার থেকে দূরে থাকুন। এদিন শারীরিক সম্পর্ক, যৌন সম্পর্ক করবেন না। রাগ, হিংসা ও অনৈতিক কাজ ভুলও করলেন না শনিশ্চরি বা শনিচরি অমাবস্যার দিন। এতে জীবনে দুর্ভোগ নেমে আসবে।