সমস্ত সমস্যা থেকে ঘটবে মুক্তি, এই তেল বদলে দিতে পারে ভাগ্য
- FB
- TW
- Linkdin
কোনও শারীরিক সমস্যা থেকে থাকে তবে আপনার প্রতি শনিবার সরিষা শষ্য বা তেল শারীরিক ভাবে বিশেষ সক্ষম ও দুঃস্থদের মধ্যে দান করা উচিত। এই নিয়ম পালনের ফলে শারীরিক ঝামেলা থেকে মুক্তি মেলে।
শনির কু নজর যদি কোনও রাশির জাতক জাতিকার উপর থাকে তবে শনিবার সরিষার তেলে এর উপর নিজের প্রতিচ্ছবি দেখা উচিত।
এর পরে শনি মন্দিরে ওই তেল দান করে দিন। অথবা আপনি যে কোনও দুঃস্থকেও এই তেল দান করতে পারেন। যে কোনও জটিল সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন।
বট গাছের নীচে তিলের তেলের একটি প্রদীপ ৪১ দিনের জন্য পোড়ানো অত্যন্ত শুভরূপে বিবেচিত হয়।
জ্যোতিষশাস্ত্র মতে বা এটি বিশ্বাস করা হয় যে এই নিয়ম পালন করার ফলে একজনের অসহনীয় রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
প্রতি মঙ্গলবার ও শনিবার ভগবান হনুমানের দেহে তেল লাগিয়ে বা তেল অর্পণ করলে বজরঙ্গবলী সন্তুষ্ট হন। হনুমান-এর কৃপায় প্রতিটি ইচ্ছা আপনার পূরণ হবে।