- Home
- Astrology
- Horoscope
- Shiv-Parvati: কুমির রূপে দেবী পার্বতীর সামনে এসেছিলেন দেবাদিদেব, জেনে নিন পৌরাণিক কাহিনি
Shiv-Parvati: কুমির রূপে দেবী পার্বতীর সামনে এসেছিলেন দেবাদিদেব, জেনে নিন পৌরাণিক কাহিনি
- FB
- TW
- Linkdin
ব্রক্ষ্মা-বিষ্ণু ও মহেশ্বর- হিন্দু শাস্ত্রে এই তিন দেবতার নাম এক সঙ্গে উচ্চারিত হয়। মহাদেব একদিকে যেমন প্রলয়ের দেবতা অন্যদিকে তিনি কল্যাণসুন্দর। কাহিনি অনুসারে শিবকে স্বপ্নে পেয়েছিলেন দেবী পার্বতী (Devi Parvati)। তারপরই তিনি তাঁকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠিন তপস্যা করেন।
মনে করা হয়, মহা শিবরাত্রিতে (Shiv Ratri) শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। হিন্দু মাসের ফাল্গুন মাসের ১৩ ও ১৪ তম দিন পালিত হয় মহা শিবরাত্রী। এই দিনটি দেবী পার্বতীকে বিয়ে করেছিলেন দেবাদিদেব।
পুরাণে বর্ণিত আছে, বিয়ের আগে দেবাদিদেব দেবী পার্বতীর (Devi Parvati) পরীক্ষা নিয়েছিলেন। দেবী পার্বতী কঠিন তপস্যা করার পরও তাঁকে পরীক্ষা দিতে হয়। প্রথমে স্বর্গের দেবতারা দেবীর পরীক্ষা নেন। শেষে মহাদেব নিজেই দেবীর পরীক্ষা নিয়েছিলেন।
পুরাণের কাহিনি অনুসারে, শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। তখন সপ্তঋষিরা মাতার পরীক্ষা নেওয়ার জন্য মর্ত্যে আসেন। সকল দেবতারা ভগবান শিবের (Shiv) নানা খারাপ গুণের কথা জানান দেবীকে। অনুরোধ করেন দেবীর তপস্য ভঙ্গ করতে।
সপ্ত ঋষির মুখ থেকে ভগবান শিবের একাধিক খারাপ গুণের (Habits) কথা শুনে সামান্য বিচলিত হননি দেবী। নিজের সিদ্ধান্তে আনর ছিলেন মাতা পার্বতী। দেবাদিদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য নিজের ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে চলেন।
মাতা পার্বতীর সিদ্ধান্তের কথা শুনে মহাদেবের (Shiv) কাছে ফিরে আসেন সপ্তঋষি। মহাদেবকে জানান মাতার সিদ্ধান্তের কথা। একই সঙ্গে, সকলে শিবকে অনুরোধ করেন দেবীর পরীক্ষা নেওয়ার জন্য।
দেবী পার্বতীর তপস্য দেখে তাঁর পরীক্ষা নেবেন বলে স্থির করেন দেবাদিদেব। তিনি কুমির (Crocodiles) বেসে মাতার সামনে উপস্থিত হন। বিয়ের আগে দেবী পার্বতীর পরীক্ষা নেন মহাদেব।
দেবী যেখানে বসে তপস্যা করছিলেন তার পাশে একটি পুকুর (Pond) ছিল। মাতা তপস্যার মধ্যে হঠাৎ শুনতে পান বাচ্চার কান্না। একটি বাচ্চাকে কুমির ওই পুকুরের মধ্যে টেনে নিয়ে যাচ্ছিল।
বাচ্চার কান্না শুনে সেখানে পৌঁছান দেবী। কুমিরকে হাত জোড় করে অনুরোধ করেন বাচ্চাটিকে ছেড়ে দেওয়ার জন্য। তখন কুমির মাতাকে শর্ত দেন। বলেন, যদি মাতা তাঁর তপস্যার ফল তাকে দিয়ে দেন, তবেই বাচ্চাটিকে (Children) ছেড়ে দেবে।
মাতা অচেনা একটি বাচ্চার জন্য নিজের তপস্যার ফল ত্যাগে রাজি হন। মাতা পার্বতীর এই ত্যাগ দেখে প্রসন্ন হন ভগবান শিব (Shiv)। দেবীর সামনে উপস্থিত হয়ে জানান সে কথা। এরপর ভগবান শিবকে প্রণাম করেন মাতা।