২০২১ সালে তৈরি হচ্ছে শুভ যোগ, দেখে নিন নতুন বছরের নক্ষত্র এবং গ্রহের অবস্থান
First Published Dec 17, 2020, 12:50 PM IST
অভিশপ্ত ২০২০ সালকে বিদায় জানিয়ে ২০২১ -কে সালকে স্বাগত জানাতে প্রস্তুত। ২০২০ সালের মানুষের স্মৃতি মোটেও ভাল নয়। মহামারীর জেরে বহু মানুষ নানান সমস্যার মুখোমুখি হয়েছে। এই মহামারীটির ভয় এখনও রয়ে গেছে। আগামী বছরটি মানুষের পক্ষে মঙ্গলজনক হয়ে উঠুক, সকলে এই একই প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে। জ্যোতিষ গণনা অনুসারে, আগামী নতুন বছরের শুরুতে গ্রহগুলির অবস্থান অনুযায়ী তৈরি হচ্ছে নতুন যোগ। জেনে নিন কেমন কাটবে আগামী বছর।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন