- Home
- Astrology
- Horoscope
- এই ৪ রাশি থেকে সব সময় সাবধান থাকুন, নিষ্ঠুর ও কঠিন মনের হন এই রাশির জাতক জাতিকা
এই ৪ রাশি থেকে সব সময় সাবধান থাকুন, নিষ্ঠুর ও কঠিন মনের হন এই রাশির জাতক জাতিকা
- FB
- TW
- Linkdin
বৃশ্চিক রাশি- তেজী, নির্ভীক এবং এক গুঁয়ে স্বভাবের হয় বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা। এরা নিজেদের মতো চলতে ভালোবাসে। রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ছেলে মেয়েরা কঠোর মনের হয়ে থাকেন। এরা কাউকে দয়া দাক্ষিণ্য করতে পছন্দ করেন না।
এরা কঠোর মনের মানুষ হন। সে কারণে পুলিশ, সৈনিক, সামরিক অফিসারের মতো পদে এরা ভালো কাজ করেন। তবে, এদের মঙ্গল অশুঙ হলে অহংকারী, দাঙ্গাবাজ ও গুন্ডা হয়ে যায়। তাই এদের থেকে সতর্ক থাকুন। এদের সঙ্গে মনের মিল সব রাশির হয় না। তবে, বৃশ্চিকের সঙ্গে বৃষ, কর্কট ও সিংহ রাশির মনের মিল হয়ে থাকে।
মকর রাশি- রাশি চক্রের দশম রাশি হল মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। শনি গ্রহের জাতকরা নিঃসঙ্গ ও একা থাকতে ভালো বাসে। এরা কঠোর মনের মানুষ হন। এরা অবসাদ, বিষাদ, বৈরাগ্য ও উদাসিনতায় ভোগেন। এমন স্বভাবের জন্য এরা কঠোর মনের মানুষ হয়ে যান।
এই রাশির ছেলে মেয়েরা জেদী ও পরিশ্রমী হন। এরা পরোপকারী হন। তবে একের মন কঠিন হয়ে খারে। এরা যে কোনও কাজে সফল হতে কঠিন পরিশ্রম করতে দ্বিধা করেন না। কন্যা, বৃষ, কর্কট, মকর রাশির সঙ্গে এদের দাম্পত্য সম্পর্ক সুখের হয়। তবে, এদের সন্দেহ করার প্রবণতা থাকে।
ধনু রাশি- রাশি চক্রের নবম রাশি হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বল বৃহস্পতি। এরা দৃঢ় প্রতিজ্ঞ, জ্ঞানী ও প্রতিভাশালী ব্যক্তি হন। এরা কনোর মনের মানুষ হন। সহজে কারও কথায় গলে যান না। অন্যায়ের প্রতিবাদ করেন সব সময়। অন্যায় দেখলে চুপ থাকা এদের নৈতিকতার বিরুদ্ধে।
ধনু রাশির ছেলে মেয়েরা প্রথম জীবনে বাধা বিঘ্ন, মানসিক অস্থিরতা. অর্থাভাবের সম্মুখীন হন। সে কারণে এদের কঠোর মনোভাব দেখা যায়। এরা কঠিন পরিশ্রমী হন। মেষ, মিথুন ও ধনুরাশির সঙ্গে এদের মনের মিল হয়ে থাকে। তাই এদের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সতর্ক হন। এদের কঠোর মনোভাবের জন্য সমস্যায় পড়তে পারেন।
কুম্ভ রাশি- বাকি তিন রাশির মতো কুম্ভ রাশির ছেলে মেয়েরাও কঠোর স্বভাবের হয়ে থাকে। এটি রাশি চক্রের একাদশ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। এরা একা থাকতে পছন্দ করেন। সে কারণে এরা কঠোর মনের হন। এরা ভাবুক, দার্শনিক, ধর্মপরায়ণ স্বভাবের হন। প্রথম জীবনে এরা খুবই কষ্ঠা পেয়ে থাকেন।
প্রথম জীবনে কষ্ট পাওয়ার জন্য কুম্ভ রাশির মন কঠিন হয়ে থাকে। এরা বাস্তব বুদ্ধি দিয়ে সব কিছু বিচার করেন। এদের জীবনে আবেগও কম থাকে। সে কারণে অনেকের এদের ভুল বোঝেন। এদের এই স্বভাব দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করে। মন কঠোর হলেও এরা সৎ ও দায়িত্বশীল ব্যক্তিত্বের অধিকারী। সম্পর্কের প্রতিও যত্নশীল স্বভাবের হন কুম্ভ রাশির ছেলে মেয়েরা।
কুম্ভ রাশির ছেলে মেয়েরা খুঁত খুঁতে স্বভাবেরও হয়। এদের জীবনে নানা রকম বাধা আসে। যে কারণে এরা কঠিন মনের হয়ে যায়। এদের প্রথম জীবনটা কষ্টের মধ্যে দিয়ে কাটে। অনেক সময় ভুল সঙ্গে দোষে এরা কুপথে চালিত হয়। সে কারণে, পরিবারে এই রাশির কেউ থাকলে তার দিকে বিশেষ নজর দিন।
শাস্ত্র মতে, প্রতি রাশির ছেলে মেয়েরা একে অন্যের থেকে আলাদা হয়। আর রাশি চক্রের এই চার রাশিকে ভালো করে চিনে নিন। এদের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সাবধান। এরা খুবই কঠোর মনের মানুষ হন। এরা অধিকাংশই প্রথম জীবনে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যান। যে কারণে এদের মন কঠিন হয়ে যায়।