ট্রেডিশনাল না ওয়েস্টার্ন কোন মেয়ের কেমন ড্রেস পছন্দ, জেনে নিন রাশি অনুযায়ী
- FB
- TW
- Linkdin
মেষ- এরা পছন্দসই আরামদায়ক পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এই রাশির জাতিকাদের কাছে সবচেয়ে প্রয়োজনীয় হল আরামদায়ক পোশাক।
বৃষ- এই রাশির জাতিকারা অত্যন্ত সাহসী। তবে পোশাক বাছাইয়ের ক্ষেত্রে এরা সাহসী পোশাক পড়তে বেশি স্বচ্ছন্দ্য় বধ করেন তা নয়। বরং এরা সাহস করে একটু পুরনো ট্রেডিশন্যাল পোশাক পড়তেই বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন। এমনকী এরা শাড়ি পড়তেও বেশ পছন্দ করেন।
মিথুন- এদের কাছে ফ্য়াশন একবারেই ভিত্তিহীন। এদের যখন যা ভালো লাগে এরা তাই পড়েন। এই রাশির মেয়েরা অত্যন্ত স্বাধীনচেতা। যে কোনও ধরনের পোশাকেই এরা খুব সহজেই ক্যারি করতে পারেন। আপাতদৃষ্টিতে দেখতে গেলে এরা ট্রেন্ডসেটার।
কর্কট- এরা একটু ঢিলেঢালা পোশাক পড়তে বেশি পছন্দ করেন। এই রাশির জাতিকাদের পছন্দের তালিকায় রয়েছে সুতির কাপড়। এর বাইরে এরা কিছুই ভাবতে পারেন না। ট্রেন্ডিং পোশাকে নয় বরং কটনেই এরা তৈরি করেন আলাদা ধরণের ফ্যাশন।
সিংহ- যেই পোশাক ওদের ভালোলাগে, বা যেই পোশাকে ওদের মানায় সেটাই ওদের পছন্দের তালিকায়। এই রাশির মহিলাদের পছন্দের তালিকায় রয়েছে আরামদায়ক পোশাক। এরা ট্রেন্ডিং পোশাক নিয়ে একদমই চিন্তিত নন।
কন্যা- ট্রেন্ডিং পোশাকের মধ্যে থেকেই এরা নিজেদের পছন্দটা বেছে নেন। এই রাশির জাতিকাদের প্রথম পছন্দ ফ্যাশনেবল পোশাক। এরা খুবই সাজতে পছন্দ করেন। তাই চলতি ট্রেন্ডের উপরেই এরা ভরসা রাখেন।
তুলা- এরা পছন্দের রং এর বাইরে বেরিয়ে এরা অন্য কোনও রং-এর পোশাক পছন্দ করেন না। এই রাশির মেয়েদের পছন্দের তালিকায় থাকে বেশ কিছু পছন্দ সই রং। তবে এদের পছন্দের রং-এর মধ্যে রয়েছে কালো। আর এই ডার্ক শেডের পোশাকেই এরা হয়ে ওঠেন অনন্যা।
বৃশ্চিক- ফ্যাশন নিয়ে এরা নানা ধরনের এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন। এই রাশির জাতিকারা অত্যন্ত সাহসী, তাই সাহসী পোশাকেই এরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
ধনু- এরা মানানসই পোশাক পড়তে বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন। এরা অত্যন্ত আত্মবিশ্বাসী। তাদের এই স্বভাবজাত বৈশিষ্ট্য তাঁদের স্বভাবের মধ্যে ফুঁটে ওঠে। অনেক সময় ক্যাজুয়াল পোশাকেই এদের বেশি আকর্ষনীয় লাগে।
মকর- এঁদের মধ্যে সব থেকে বড় বিষয় হল, এরা যেই পোশাক পছন্দ করেন, সেই পোশাকেই এদের বেশ মানিয়ে যায়। এই রাশির মেয়েদের সঠিক ভাবে কোনও পছন্দের বাঁধন নেই। যখন যা মনে ধরে সেই পোশাকটাই পরেন। এরা সবথেকে পছন্দ করেন আরামদায়ক পোশাক।
কুম্ভ- এরা সাদা রং খুব বেশি পছন্দ করেন। হালকা রং এর মধ্যে ট্রেডিশন্যাল বা ট্রেন্ডিং পোশাকই এরা খুব ভালোবাসেন। এই রাশির জাতিকাদের পছন্দের তালিকায় রয়েছে হালকা রং-এর পোশাক। এরা পোশাকের সঙ্গে মানাসই হালকা গয়না পড়তেও বেশ পছন্দ করেন।
মীন- সুতি এদের পছন্দের তালিকায় প্রথম দিকেই রয়েছে। তাই মানানসই সুঁতির পোশাকেই এদের বেশি পছন্দ। এরা পোশাক নিয়ে ধারনা অত্যন্ত সাধারণ। এরা ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট করতে বেশি পছন্দ করেন না।