সঙ্গীর রাশি কি সিংহ, সম্পর্কে জড়ানোর আগে এই চারটি কথা জেনে নিন
রাশিচক্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। মেষ, বৃষ, মিথুন, কর্কট রাশির পরে আসে সিংহ রাশি। রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি (Leo)। রবিগ্রহের (Sun) জাতক হলে এই সিংহ রাশি। এই রাশির ছেলে-মেয়েরা দৃঢ় প্রতিজ্ঞ, জেদি, পরাক্রমশীল, গম্ভীর ও দয়ালু স্বভাবের হন। জ্যোতিষ মতে, এরা বৃশ্চিক, মীন ও মেষ রাশির ছেলে-মেয়েদর সঙ্গে সম্পর্কে জড়ালে খুশি হয়ে থাকেন। আজ এই রাশির (Zodiac Sign) মেয়েদের সম্পর্কে জেনে নিন চারটি অজানা কথা।
- FB
- TW
- Linkdin
উচ্চাকাঙ্খী স্বভাবের হয় সিংহ রাশির মেয়েরা। এই স্বভাবের জন্য অনেকে তাদের ভুল বোঝেন। এদের উচ্চাকাঙ্খী স্বভাবকে অতি আকাঙ্খা মনে করেন অনেকে। কিন্তু, বাস্তবটা উল্টো। এরা জীবনে সব সময় বড় কিছু করতে চান। এরা থেমে থাকতে পছন্দ করেন না। নিজেদের সাফল্যের চূড়ায় দেখতে চান।
সিংহ রাশির মেয়েরা, ছোট থেকে পড়াশোনার ব্যাপারেও খুবই সিরিয়াস থাকে। মেধাবী হন এরা। পরীক্ষায় সফল হতে সব রকম প্রচেষ্টা চালান। অন্যদিকে, তাদের এই উচ্চাকাঙ্খা স্বভাব কর্মক্ষেত্রেও সাফল্য এনে দেয়। এরা কর্মক্ষেত্রে সব সময় নিজের সেরাটা দিতে পছন্দ করেন। সে কারণে সহজে প্রশংসা কুড়োতে পারেন। অন্য দিকে, এই স্বভাবে ভালো সংস্থার প্রতি আকৃষ্ট করে এদের।
বিলাসিতা পছন্দ করেন সিংহ রাশির মেয়েরা। ছোট থেকেই এই স্বভাব থাকে তাঁদের। দামি গাড়ি, শৌখিন জিনিস, সুসজ্জিত বাড়ির প্রতি এদের আকর্ষণ থাকে। কষ্ট করে চলতে এরা একে বারই পছন্দ করেন না। তাই এই রাশির মেয়েদের প্রেমে পড়ার আগে সতর্ক হন। সে ভালোবাসার জন্য জীবনের সব শখ-আল্লাদ ত্যাগ করবেন এমন নয়।
ধন সম্পত্তির প্রতিও এদের আগ্রহ থাকে। ধন সম্পত্তি লাভের আশাও রাখেন সিংহ রাশির মেয়েরা। এরা বাস্তববাদী হন। ফলে, আবেগে ভুল পথে চালনা হওয়া থেকে বিরত থাকেন। নিজের শৌখিন জীবনযাপনের জন্য সব সময় শত প্রচেষ্টা চালিয়ে যান। তাদের এই স্বভাব অনেকে কাছে খারাপ বলে গণ্য হয়।
কঠোর পরিশ্রমী হন সিংহ রাশির মেয়েরা। এরা সাফল্যের জন্য কঠিন পরিশ্রম করে থাকেন। ছোট থেকে বড়, সব কাজেই এরা নিজেদের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেন। হেরে যেতে একেবারে পছন্দ করেন না সিংহ রাশির মেয়েরা। যে কারণে পড়াশোনায় সব সময় সেরার তালিকায় থাকেন এরা।
কর্মক্ষেত্রেও নিজের কঠোর পরিশ্রমের জন্য আলাদা জায়গা তৈরি করেন। এরা কর্মজীবনে সফল হন। কেরিয়ারের শুরু থেকে এরা কঠিন পরিশ্রম করেন। থেমে থাকতে এরা একেবারেই পছন্দ করেন না। কাজে সফল হতে সারা দিন পরিশ্রম করতেও রাজি। এরা সৎ স্বভাবের হন। তাই পরিশ্রম করে সফল হতে চান।
মুখের ওপর বলে দেওয়া সিংহ রাশির মেয়েদের স্বভাব। সোজা কথা সোজা ভাবে বলতে পছন্দ করেন। যে কারণে, এদের অনেক শক্র হয়। তবে, এরা মনের কথা মনে রাখতে পছন্দ করেন না। কারও ভুল দেখলে সামনেই বলে দেন। কারও মন রাখার জন্য মিথ্যা বলতে অপছন্দ সিংহ রাশির মেয়েদের।
ঠোঁট কাটা স্বভাবের জন্য একদিকে যেমন বহু শত্রু থাকে এদের, তেমনই অনেকে এই স্বভাবই পছন্দ করেন। তাদের স্পষ্ট বক্তা স্বভাবের জন্য অনেক ক্ষেত্রে সফল হন। আবার, এই স্বভাবের জন্য অনেকে তাদের প্রেমে পড়ে। এই স্বভাবে, ভালো বন্ধুর তকমা দেয় এদের।
সিংহ রাশির মেয়েরা সৎ স্বভাবের হয়। এটা সম্পর্কের প্রতি যত্নশীল। তাই এই রাশির মেয়েদের প্রেমে পড়লে সুখী হওয়ার সম্ভাবনা থেকে যায়। এরা সহজে কাউকে ঠকায় না। আর এরা স্পষ্ট বক্তা হওয়ার জন্য দাম্পত্য ও প্রেম জীবনে সুখী হন। তাদের এই স্বভাব অনেকে কাছে ভুল মনে হলেও, এই স্বভাবই তাদের সকলের থেকে আলাদা করা।
উচ্চাকাঙ্খী, পরিশ্রমি, স্পষ্ট বক্তা ও শৌখিন স্বভাবের হয় সিংহ রাশির মেয়েরা। তাই এদের সঙ্গে প্রেম করার আগে, জেনে নিন আপনার মানসিকতার সঙ্গে এগুলোর মিল আছে কি না। সম্পর্কের শুরুতেই জেনে নিলে পরে সমস্যায় পড়বেন না। জ্যোতিষ মতে, আপনি যদি বৃশ্চিক, মীন অথবা মেষ রাশির জাতক হন, তাহলে সিংহ রাশির মেয়ের সঙ্গে সুখী থাকবেন।