শ্রাবণ মাসে মেনে চলুন এই নিয়ম, সংসারের উপর বজায় থাকবে ঈশ্বরের কৃপাদৃষ্টি
- FB
- TW
- Linkdin
এই মাসে কোনও দুঃস্থ ব্যক্তি সাহায্য চাইলে তাকে ফেরাবেন না। সাধ্যমত দান করুন প্রয়োজনে তাঁকে সাহায্য করুন। মনে রাখবেন দান মানেই তা সব সময় আর্থিক দান হতে হবে তা নয়। আপনার যেমন সাধ্য সেই মতই দান করুন।
শ্রাবণ মাসের শুরুর প্রথম দিন থেকেই সন্ধ্য়াবেলা পূর্ব পুরুষের উদ্দেশে প্রদীপ দান করুন। পুরো মাস এই নিয়ম পালন করুন প্রতিদিন সন্ধ্যে বেলা।
এই মাসে ঘর-বাড়ির কোনও অংশ নোংরা করে রাখবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির আনাচ-কানাচ। সেই সঙ্গে বাড়ির প্রধান দরজার সামনে সকাল বেলা ঘুম থেকে উঠেই ঘর থেকে কেউ বাইরে বেরনোর আগে দরজার সামনের অংশ জল দিয়ে ধুয়ে দিন।
শ্রাবণ মাসের প্রতি সোমবারে মহাদেবের সাধ্যমত পুজো করুন। সকাল বেলায় স্নান সেরে শিবলিঙ্গে জল ঢালুন। মহাদেব সন্তুষ্ট হলে আপনার সকল মনোবাঞ্ছা পূরণ করবেন।
সোমবারে মহাদেবের আরাধনা সেই সঙ্গে প্রতি মঙ্গলবার বজরঙ্গবলীর পুজো ও হনুমান চল্লিশা পাঠ। একমাত্র এই মাসেই সঠিক নিয়ম পালন করলে শনির সাড়ে সাতি ও কালসর্প দোষ এর প্রকোপ কমানোর সম্ভাবনা থাকে।
পুরো শ্রাবণ মাস জুড়ে পালন করুন এই কটি নিয়ম। তাহলেই ঈশ্বরের কৃপাদৃষ্টি বজায় থাকবে আপনার উপর। জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন সহজেই।