নারী দিবসে জীবনের সেরা নারীদের দিন বিশেষ সম্মান, রাশি অনুযায়ী বেছে নিন উপহার
- FB
- TW
- Linkdin
মেষ- এরা নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে পছন্দ করেন। এই মায়েরা একটু সাহসী হন। এঁদের আনন্দ দিতে আজ লং ড্রাইভে নিয়ে ঘুরে আসতে পারেন। এছাড়া কোনও জিম-এর মেম্বারশিপ করিয়ে দিলেও খুশি হবেন মেষ রাশির মায়েরা।
বৃষ- পরিবার কীসে ভাল থাকবে, সুস্থ থাকবে এই দেখভাল করেই সময় কেটে যায়। এই রাশির মায়েরা পরিবারের জন্য সারাদিন চিন্তা করেন। তাই আজ তাঁকে একটু অন্যভাবে সময় দিন। মা হোক বা বান্ধবী আজ একগুচ্ছ ফুলের তোড়া দিন আর কোনও ভাল রেস্তোরাঁয় নিয়ে যান।
মিথুন- এই রাশির মায়েরা বুদ্ধিমতী এবং খুব রসিক হন। তাঁর এই স্বভাবকে আস্কারা দিতে বইয়ের থেকে ভাল উপহার আর কী হতে পারে। এছাড়া একগুচ্ছ অর্কিডও দিতে পারেন।
কর্কট- এই দিন এই রাশির নারীদের খুশি করতে দিতে পারেন একগুচ্ছ ফুলের তোড়া। এছাড়া পরিবারের সকলের নাম খোদাই করা ব্রেসলেট দিতে পারেন। কারণ এই রাশির জাতক জাতিকারা খুবই সংবেদনশীল ও আবেগপ্রবণ হন।
সিংহ- এদের তাই নিজে হাতে কিছু বানিয়ে উপহার দিন। নিজের সৃজনশীলতাকেই কাজে লাগান এই রাশির মহিলাদের খুশি করতে।
কন্যা- চটজলদি কাজ হয় এমন কিছু উপহার দিন এই রাশির নারীদের। যেমন রোটি মেকার বা টোস্টার ইত্যাদি। এই রাশির মেয়েরা খুব মন দিয়ে কাজ করেন।
তুলা- এদের খুশি করতে একগুচ্ছ গোলাপ, সুগন্ধী বা ভাল কোনও কার্ড দিতে পারেন। কারণ এই রাশির মেয়েরা বেশ শৌখিন হন।
বৃশ্চিক- তাই এইদিন এদের খুশি করতে সুন্দর কোনও গাছ দিন যা দিয়ে তিনি ঘর সাজাতে পারবেন। কারণ এই রাশির জাতক জাতিকারা প্রকৃতি খুব পছন্দ করে।
ধনু- এদের ব্যক্তিত্ব চোখে পড়ার মতো। এরা গান-বাজনা খুব পছন্দ করেন। প্রিয়জনের পছন্দের কোনও শিল্পীর গানের সিডি উপহার দিন এই দিন।
মকর- এই রাশির মহিলাদের কোনও সুন্দর গয়না উপহার দিতে পারেন। কারণ এই রাশির জাতকেরা বিলাসিতা ও জাঁকজমক পছন্দ করেন।
কুম্ভ- এই রাশির মহিলাদের কোনও যোগ ব্যয়াম কেন্দ্রের মেম্বারশিপ করিয়ে দিন।
মীন- কোনও এসেনশিয়াল অয়েল, সুগন্ধী এই সব উপহার দিতে পারেন। কারণ এই রাশির জাতিকারা খুব শৌখিন হন।