- Home
- Astrology
- Horoscope
- সংসারে শ্রীবৃদ্ধি আনতে রথযাত্রার দিন অবশ্যই করুন এই কাজগুলি, না হলেই ঘটতে পারে চরম বিপদ
সংসারে শ্রীবৃদ্ধি আনতে রথযাত্রার দিন অবশ্যই করুন এই কাজগুলি, না হলেই ঘটতে পারে চরম বিপদ
- FB
- TW
- Linkdin
আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় রথযাত্রা উৎসব। তবে করোনার কাঁটায় এবারের রথযাত্রার চমক খানিকটা হলেও ফিকে, সাজোসাজো রব এবছর আর নেই।
পুরীর জগন্নাথ মন্দিরেও রথের দড়িতে টান দিতে পারেননি অগণিত ভক্তকূল। পুলিশি ঘেরাটোপেই আয়োজিত করা হয়েছে রথের নিয়মকাজ।
বিকেল হতে রথের দড়িতে টান, সঙ্গে পাপড় ভাজা, এতেই মজে আট থেকে অষ্টাদশী। তবে এবারের ছবিটা পুরো উল্টো।
শাস্ত্র মতে, সংসারে সমৃদ্ধি বজায় রাখতে রথ উৎসব হল গুরুত্বপূর্ণ। রথযাত্রার দিন সংসারে শ্রীবৃদ্ধি আনতে অনেকেই অনেক কিছু করে থাকেন। তবে শাস্ত্র মতে, এই কাজগুলি করলেই সংসারে সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধি দুই বজায় থাকবে।
রথযাত্রার দিন বাড়ির জগন্নাথের মূর্তিকে সাদা ও হলুদ ফুলে সাজিয় তুলুন। ঠিক একইভাবে সাজিয়ে তুলুন বলরাম ও সুভদ্রাকে।
রথের দিন পুজোর সময় জগন্নাথ দেবকে সাদা চন্দন দিয়ে সাজাতে ভুলবেন না। রথ টানার আগে অবশ্যই শঙখ ধ্বনি ও কাঁসর-ঘন্টা বাজাবেন।
জগন্নাথ দেব ক্ষীর খেতে ভালবাসেন। এই রথযাত্রার দিনটিতে জগন্নাথের প্রসাদে ক্ষীর দেওয়াটাই ভাল।
পুজোর সময় জগন্নাথ দেবের সামনে জ্বালিয়ে দিন ঘিয়ের প্রদীপ। এবং প্রদীপটা যেন জ্বলতে থাকে সেদিকে লক্ষ্য রাখুন। সেই প্রদীপ থেকেই জ্বালিয়ে নিন রথের প্রদীপটিও।
রথের দিন ঠাকুর ঘর ছাড়া অন্য কোথাও জগন্নাথ দেবের মূর্তি থাকলে সব মূর্তিতেই ফুলের মালা দিন।