অশান্তি বা সমস্যা বাড়ির নিত্য সঙ্গী, তবে মেনে চলুন বাস্তুর এই নিয়মগুলি
বাস্তুশাস্ত্র, এই বাস্তু শব্দটি এসেছে বস্তু থেকে। বাস্তু বলতে সব কিছুকেই বুঝায়- তা একটি স্থান হতে পারে- কিংবা একটা বাড়িও হতে পারে। একই ভাবে বর্তমানকালে বাস্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দৈনন্দিন জীবনে। অনেক সময় লক্ষ্য করা যায় নিত্য ঝামেলা, অশান্তি বাড়িতে লেগেই থাকে। তা কারও শরীর খারাপ হোক বা কোনও বিষয় নিয়ে পরিবারের মধ্যে ঝামেলাই হোক। দিনের পর দিন এই সমস্যা দেখা দিলে মেনে চলুন বাস্তুর এই নিয়মগুলি।
- FB
- TW
- Linkdin
বাড়িতে তুলসী গাছ লাগান, সকাল সন্ধ্যে তার পুজো করুন, গাছের যত্নও নিন। নিয়মিত প্রদীপ জ্বালান উপকার পাবেন।
বাড়িতে কোনও অশুভ শক্তির ছায়া থাকলে প্রতিদিন ঘরে ঠাকুর পুজো দেওয়ার আগে গঙ্গাজল ও গরুর দুধ মিশিয়ে তার ছিটা দিন। এতে ঘরের বাস্তু উন্নত হয়।
বাড়িতে নিয়মিত ঝগড়া অশান্তি লেগে থাকলে বাড়ির মূল দরজায় সাদা গণেশের মূর্তি রাখুন। এতে ঘরের নেগেটিক এনার্জি দূর হয়।
সকালে পুজোর সময় ইষ্ট দেবতাকে স্মর করে যাবতীয় সমস্যার কথা জানিয়ে একটি বা দুটি নারকেলের ছোবা কালো সুতো জড়িয়ে পুজোর স্থানে রেখে দিন।
সন্ধ্যেবেলা তা পুড়িয়ে দিন। টানা ৯ দিন এই টোটকা মেনে চললে উপকার পাবেন।
মাটির প্রদীপ তৈরি করে তাতে তেল দিয় প্রতিদিন সন্ধ্যে বেলায় বাড়ির মূল দরজার সামনে জ্বালান, এতে অনেক উপকার পাবেন।