২০২১ সালে কেমন থাকবে আপনার অর্থভাগ্য , জানান দেবে আপনার ওয়ালেট-এর রঙ
First Published Dec 28, 2020, 10:08 AM IST
বাস্তুশাস্ত্র মতে, রঙ যেমন ব্যক্তিত্বে প্রভাব সৃষ্টি করে, ঠিক একইভাবে অর্থভাগ্যও নির্ভর করে রঙের উপর। বাস্তুশাস্ত্র, এই বাস্তু শব্দটি এসেছে বস্তু থেকে। বাস্তু বলতে সব কিছুকেই বুঝায়- তা একটি স্থান হতে পারে- কিংবা একটা বাড়িও হতে পারে। এই বাস্তু মতে আপনার পার্সের রঙ কেমন তার উপর নির্ভর করছে আপনার অর্থভাগ্য। তাই জেনে নেওয়া যাক বাস্তুমতে নতুন বছরে আপনার কোন রঙ এর পার্স ব্যবহার করা উচিত।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন