২০২০ সালের শেষ পূর্ণিমা, জেনে নিন কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে
First Published Dec 29, 2020, 11:03 AM IST
বছরের শেষ মাসের এই বছরের অন্তিম পূর্ণিমা ২৯ ডিসেম্বর। মঙ্গলবার উজ্জ্বলভাবে আলোকিত হবে ২০২০ সালের শেষ পূর্ণিমা। মঙ্গলবার সকাল ৭টা বেজে ৫৫ মিনিটে শুরু হবে এই পূর্ণিমার যোগ এবং শেষ হবে বুধবার ৩০ ডিসেম্বর সকাল ৮ টা বেজে ৫৯ মিনিটে। শীতের সময় তাপমাত্রা কম থাকায় বছরের অন্তিম এই পূর্ণিমা ডিসেম্বরের শীতল চাঁদ নামে পরিচিত। তথ্যানুসারে, ডিসেম্বরের পূর্ণিমা "গ্রহ শুক্র এবং শনি একসঙ্গে যোগ হবে। যার প্রভাব পরবে রাশি লগ্নের উপর। জেনে নেওয়া যাক বছরের শেষ এই পূর্ণিমা কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন