জলের মত টাকা খরচ করে এই ৫ রাশি, দেখে নিন আপনি সেই তালিকায় আছেন কি না
- FB
- TW
- Linkdin
ধনু রাশি- এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত কঠিন পরিশ্রমী। কিন্তু টাকা খরচে এরা পারদর্শী। কষ্ট করে আয় করার মূল্য এরা বোঝেন ঠিকই।
জলের মত টাকা খরচ করার ক্ষেত্রেও এদের জুরি মেলা ভার। আয় করা টাকা গচ্ছিত রাখার থেকে খরচ করেই এরা অপার্থিব আনন্দ পান।
মীন রাশি- নিজেদের জন্য এরা একেবারেই ভাবেন না। অপরকে সাহায্য করতে বা দুঃস্থকে অর্থ দান করে এরা সবচেয়ে আনন্দ পান। রাশিচক্রের শেষ রাশি মীন স্বভাবগত দিক থেকে অত্যন্ত দয়ালু প্রকৃতির।
পরিবার, খুব কাছের বন্ধু বা পরিচিতদের ভালো রাখতে পার্সে থাকা শেষ টাকাটাও খরচ করে ফেলেন।
তুলা রাশি- পয়সা খরচের বিষয়ে নাম রয়েছে তুলা রাশিরও। এরা মাঝে মাঝে ভবিষ্যতের কথা ভেবে টাকা সঞ্চয় করেন। তবে হঠাৎ করেই সেই টাকা শপিং এর জন্য খরচ করে মনে এক গভীর সুখ অনুভর করেন।
এই অপরিসীম আনন্দ বোধহয় আয় করেও পান না। শপিং করতে ভালোবাসেন তুলা রাশির জাতক-জাতিকারা। কোনও জিনিস পছন্দ হলে এরা আর টাকা বা আয়ের কথা ভাবেন না।
সিংহ রাশি- এই তালিকায় সবার রয়েছে সিংহ রাশির নামও। কাছের মানুষদের খুশি রাখতে দু হাতে অর্থ ব্যয় করতে এরা দুবারও ভাবেন না।
এরা সবাইকে খুশি রাখতে চান। এই প্রবণতা এদের মধ্যে খুব লক্ষ্য করা যায়। তাই নিজের শেষ টাকাটাও খরচ করে ফেলেন, তারপরে চিন্তা করতে বসে।
কুম্ভ রাশি- শপিং, রেস্তোরাঁয় খাওয়ার জন্য এদের সবথেকে বেশি খরচ হয়। অর্থ সমস্যা দেখা দিলেও কোনও কোনও ভাবে ঠিক অর্থের যোগান হয়ে যায়।
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সমস্যা হল, এরা খুব মুডি। নিজেদের মনের ইচ্ছাকে এরা নিয়ন্ত্রণ করতে পারে না। কিছু করার ইচ্ছে হলে নিজেদের আর ঠেকিয়ে রাখতে পারেন না এরা।