সাড়ে সাতি ও কালসর্প দোষ থেকে মুক্তি পেতে, নতুন বছরে পালন করুন এই নিয়মগুলি
First Published Dec 26, 2020, 12:18 PM IST
ব্রহ্মা-বিষ্ণু-হর তারই সৃষ্টি-স্থিতি-লয়ের তিনটি রূপভেদ মাত্র। তাই এই তিন রূপের মধ্যে সত্বার কোন পার্থক্য নেই। তবু সনাতন রূপ পরম শিবরূপই মূলস্বরূপ। জীবনের সকল বাধা বিপত্তি কাটিয়ে উঠতে, সকল মনোঃষ্কামনা পূরণ করতে নিষ্ঠাভরে পুজো করুন মহাদেবের। সৃষ্টির পূর্বে একমাত্র শিবই বর্তমান ছিলেন। শাস্ত্র মতে, পারদের শিবলিঙ্গ পুজো করলে বহু সমস্যা থেকে মুক্তি লাভ করা যায়। শাস্ত্রীয় মতে, এই শিবলিঙ্গে নাম গোত্রে সংকল্প করে পুজো, হোম করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। তাহলে এই পারদ শিবলিঙ্গ সম্পূর্ণ ফল দান করে। পারদের শিবলিঙ্গে পুজো করলে মুক্তি পাওয়া যায় জীবনের নানান সমস্যা থেকে। তবে জেনে নেওয়া যাক কেন আপনি পারদের শিবলিঙ্গে পুজো করবে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন