ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধিতে, নতুন বছরে বাস্তুমতে আনুন রঙিন মাছ
| Published : Dec 26 2020, 11:14 AM IST
ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধিতে, নতুন বছরে বাস্তুমতে আনুন রঙিন মাছ
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
বাস্তুমতে, রঙিন মাছ রাখার ক্ষেত্রে নজর রাখতে হবে একটি বিশেষ বিষয়ে।
28
কোনও মাছ মরে গেলে তৎক্ষনাত তা ফেলে দিয়ে তার পরিবর্তে ওই একই রঙের মাছ এনে রেখে দিন।
38
মৃত রঙিন মাছ বেশি সময় ধরে ঘরে রাখা অমঙ্গল, এর ফলে ঘরে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়।
48
বাস্তু অনুযায়ী, ঘরের উত্তর-পূর্ব কোনে এই মাছের জায়গা রাখার উত্তম স্থান।
58
বাস্তুমতে অ্যাকোয়রিয়ামে গ্রহের সংখ্যা অনুযায়ী ৯ টি মাছ রাখা উচিত, তবেই ঘর ভরে উঠবে সুখ ও সমৃদ্ধিতে।
68
শোওয়ার ঘরে কখনই এটি রাখবেন না, এরফলে দাম্পত্যসুখ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
78
বাড়ির প্রধান দরজার বাম দিকে এটি রাখলে খুব ভাল ফল পাওয়া যায়।
88
৯টি মাছের মধ্যে ৮ টি রঙিন মাছ ও ১ টি কালো মাছ রাখতে পারলে বাস্তু মতে ফিরবে আপনার সৌভাগ্য।